• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে গুচ্ছ গ্রাম এর নির্মাণ নির্মাণ কাজ চলছে

      প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২২ , ১২:৫১:২১ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ গৃহহীনদের জন্য প্রদানকৃত আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যে অনেক পরিবার আশ্রয়ণ প্রকল্পে ঠাই পেয়ে প্রশান্তিতে দিনাতিপাত করছেন।

    মুজিববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ জমি ও গৃহ প্রদান কার্যক্রম এর আওতায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সার্বিক তত্বাবধানে উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর কলকলিয়া গ্রাম এলাকায় নতুন আরও ৬০ টি ঘর এর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই নির্মাণ কাজ প্রায় প্রতিদিনই পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম। এবং কাজের তদারকি করছেন কলকলিয়া ইউনিয়ন ভূমি অফিস এর তহশিলদার নাজমুল হুদা খান। আজ ১২ ই ডিসেম্বর রোজ সোমবার সরেজমিনে ঘুরে দেখা যায় ও জানাযায়, অত্র এলাকায় নতুন ৬০ টি ঘর নির্মাণ নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। ইতিপূর্বে অত্র এলাকায় ১০২ টি ঘর নির্মাণ হয়েছে এবং জমি ও গৃহহীন উপকার ভোগী পরিবার এর লোকজন স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন।

    উপকার ভোগী সুমী বেগম, ফিরোজ মিয়া ও বশর মিয়া সহ অনেকেই আবেগাপ্লুত হয়ে তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, পরিবারের লোকজন নিয়ে এতদিন অন্যের জায়গায় জুপরি ঘরে বসবাস করেছি। দিনমজুর এর কাজ করে সংসার দেখভাল করেছি। অন্যের ঘরে থাকা কতটা কষ্টকর তা শুধু আমরাই জানি। কখনো ভাবিনি নিজ জমতি পাকা দালান ঘরে বসবাস করব। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঘরে স্বাচ্ছন্দ্যে বসবাস করছি। একবেলা খেয়েও সুখে শান্তিতে আছি। কারো কাছে মাতা নত করতে হচ্ছেনা। আল্লাহ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু প্রদান করুক এই কামনা করছি। উনি বেঁচে থাকলে আমাদের মতো হতদরিদ্র মানুষ সুখে শান্তিতে বসবাস করবেন।

    আরও খবর

    Sponsered content