প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২২ , ১০:৩৭:০০ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন এর ধাপকাই গ্রামের আঃ ওয়াহাম মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৫৫) গলায় বড় ধরনের টিউমার রুগে মৃত্যুর যন্ত্রণা নিয়ে বিছানায় চিৎকার কারে তার দিন কাটছে। রুগ থেকে মুক্তির জন্য চিকিৎসা বাবত খরচ হয়েছে এপর্যন্ত প্রায় লাখ দুয়ের মতো তবুও চিকিৎসার কোন উন্নতি হচ্ছে না বরং দিনদিন টিউমারের যন্ত্রণা তাকে তিলে তিলে পুড়িয়ে মারছে।
সরেজমিনে গিয়ে খুঁজ নিয়ে জানা যায় প্রায় বছর খানেক ধরে এই রুগে ভুগছেন নিঃস্ব সিরাজুল। নিকট আত্নীয় ছাড়াও নিজের শেষ সম্বল বাড়িটিও চিকিৎসার খরচ বের করত বিক্রি করে দিয়েছেন তিনি। সিরাজুলের ভাই আজিজুল হক বলেন আমার ভাই বাঁচতে চায় তার চিকিৎসার জন্য বড় বাজেটে টাকা দরকার যা আমাদের আয়েত্বের বাহিরে। আমি আমার ভাইেয় জন্য দেশের বিত্তবান সমাজ সেবক, সংস্হা, সংগঠন ও বিভিন্ন মহলের কাছে আকুল আবেদন জানাই আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়ালেই আমার ভাই সুস্থ হয়ে উঠতে পারে।
হৃদয়বান ভাই বন্ধু জনদরদি সবার কাছেই আমার সালাম রইলো, আমার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল দিলাম নাম্বার (বিকাশ পার্সোনাল) ০১৭৩৯২৪৭৮০৮ এদিকে অসহায় সিরাজুল কে বাঁচাতে বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করে টাকা কালেকশন করবেন বলে জানিয়েছেন রাজানগর ইউনিয়ন পরিষদ গত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নওশেরান চৌধুরী। তিনি বলেন জয় পরাজয় বড় কথা নয় সব সময় মানুষের পাশে থাকা আমার লক্ষ্য আমি মানুষের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।