• সুনামগঞ্জ

    জামালগঞ্জে মুক্তিযোদ্ধা রাজ্জাক কে সভাপতি ঘোষণার দাবী তৃণমূল আ’লীগের

      প্রতিনিধি ১৭ নভেম্বর ২০২২ , ২:৪২:৫১ অনলাইন সংস্করণ

    আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি: জেলার জামালগঞ্জ উপজেলা আ’লীগের ১৮ নভেম্বরের ত্রি-বার্ষিক সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টারকে উপজেলা আ’লীগের প্রার্থীতা ঘোষণা করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ উপজেলা আ’লীগের ব্যানারে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সাবেক উপ-সচিব মোঃ রইছ উদ্দিন।

    উপজেলা আ’লীগের নেতা আবুল কালাম সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা দ্বীজেন্দ্র লাল দাস, আওয়ামী লীগ নেতা মোবারক আলী তালুকদার,সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান,আঃ হক, কৃষকলীগ নেতা জালাল আহমেদ,রিয়াজ উদ্দিন,বদিউজ্জামান, কামরুজ্জামান মিন্টু, আবুল হোসেন, আলী আমজাদ ও আবুল কালাম প্রমুখ।

    বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জামালগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি হিসেব একজন বীর মুক্তিযোদ্ধার খুবই প্রয়োজন। আমরা কোন পকেট কমিটি চাইনি। শান্তির এই জনপদে দলীয় সম্মানিত ডেলিগেটসদের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্মেলনের মাধ্যমে জামালগঞ্জের মাটিতেই যেন কমিটি গঠন হয়। কারো প্ররোচনায় এই কমিট যেন জামালগঞ্জের বাহিরে না হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধ করেছি। একজন মুক্তিযুদ্ধা ও শিক্ষক হিসেবে বাকী জীবন আমি দল ও উপজেলার সকল উন্নয়ন কাজে আপনাদের নিয়ে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করতে চাই।

    আরও খবর

    Sponsered content