• সুনামগঞ্জ

    জগন্নাথপুরের কৃতি সন্তান এডঃ শাহীন পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন

      প্রতিনিধি ৯ নভেম্বর ২০২২ , ১০:৫২:৫৫ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর এর কৃতি সন্তান এডভোকেট জিয়াউর রহিম শাহীন পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনী পেশার লোকজন।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবপুর গ্রাম নিবাসী বিশিষ্ঠ শিক্ষাবীদ আলহাজ্ব মোঃ আব্দুর রহিম মাষ্ঠার এবং আলহাজ্ব নাজমা বেগমের তৃতীয় সন্তান সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সদস্য এড. জিয়াউর রহিম শাহীন অ্যামেরিকান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি,ক্যালিফোর্নিয়া থেকে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর উপর গবেষনা করে ৪.০০ এর মধ্যে ৩.৭৫ পেয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

    তিনি আইন পেশায় নিয়োজিত থাকলেও শিক্ষা,সাহিত্য, সংস্কৃতি,সাংবাদিকতা ও রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাহার এ সম্মান জনক ডিগ্রী অর্জনের পেছনে তাঁর বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মোহাম্মদ লুলু মিয়ার বিশেষ অবদান রয়েছে বলে জানা যায়। জিয়াউর রহিম শাহিনের ডক্টরেট ডিগ্রি অর্জনে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার লোকজন।
    এ ব্যাপারে এডভোকেট ডক্টর মোঃ জিয়াউর রহিম শাহীন বলেন, আমার পিএইচডি ডিগ্রী অর্জন পেছনে আমার পরিবারের সকলের সার্বিক সহযোগিতা সহ সর্বস্তরের জনসাধারণ দোয়া ও আর্শীবাদ রয়েছে। এই অর্জন আমার একার নয়। এ অর্জন সর্বস্তরের মানুষের। আমি যেন আরো কিছু অর্জন করতে পারি সেজন্য সকলের নিকট দোয়া কামনা করছি।

    আরও খবর

    Sponsered content