• অর্থনীতি

    ৭ ই নভেম্বর সোমবার সিলেটের রানীগঞ্জ সেতু উদ্বোধন

      প্রতিনিধি ৭ নভেম্বর ২০২২ , ৪:২৩:০৫ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ বহুল প্রত্যাশীত জগন্নাথপুর এর রানীগঞ্জ সেতু আগামী ৭ ই নভেম্বর উদ্বোধন হবে। জেলা সড়ক ও জনপদ অধিদপ্তর সুত্রে জানাযায়, সুনামগঞ্জবাসীর বহুল প্রত্যাশীত জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীর উপর নব-নির্মিত রানীগঞ্জ সেতু আগামী ৭ ই নভেম্বর রোজ সোমবার উদ্বোধন হবে।

    এব্যাপারে সুনামগঞ্জ জেলা সড়ক ও জনপদ অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম বলেন, দেশের অন্যান্য নব-নির্মিত সেতুর ন্যায় আগামী ৭ ই নভেম্বর রোজ সোমবার ভার্চুয়ালি মাধ্যমে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট বিভাগের বৃহত্তম জগন্নাথপুর এর রানীগঞ্জ সেতু সহ জেলার নব-নির্মিত দুটি সেতু উদ্বোধন করবেন।

    এ ব্যাপারে জগন্নাথপুর -শান্তিগঞ্জ নিয়ে গঠিত সুনামগঞ্জ -৩ আসনের সাংসদ পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেন, সিলেট বিভাগের বৃহত্তম আমাদের পদ্মা সেতু জগন্নাথপুর এর রানীগঞ্জ সেতু আগামী ৭ ই নভেম্বর উদ্বোধন হবে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী সংযুক্ত হয়ে এই সেতু উদ্বোধন করবেন। এই সেতু দেখার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন। এ থেকে অবলোকন করতে পারবেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন। 

    উদ্বোধনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য উদ্যত আহবান জানাচ্ছি। উল্লেখ্য ২০১৭ সালে বাংলাদেশ সরকারের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী বর্তমানে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান রানীগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

    ৭০২ মিটার দৈর্ঘ্য ও ১০.২৫ মিটার বক্স গার্ডার এই সেতুটি দেড়শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। সেতুটি চালুর পর জেলা সহর সুনামগঞ্জ থেকে রাজধানী শহর ঢাকার দুরত্ব কমবে ৮০ কিলোমিটার। মূল সেতু নির্মাণ কাজ করছে ঢাকাইয়া প্রতিষ্ঠান এমএম কিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড।

    আরও খবর

    Sponsered content