প্রতিনিধি ৬ নভেম্বর ২০২২ , ১১:৫৬:৩৪ অনলাইন সংস্করণ
সিলেটে বসতঘরের আলাদা কক্ষ থেকে স্বামী রিপন তালুকদার ও স্ত্রী শিপা দাস নামে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলি
রোববার (৬ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরের পাঠানটুলা পল্লবী আ/এ সি-২৫ নম্বর বীরেন্দ্র দেবের ভাড়া বাসার পৃথক দুই কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।
রিপন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রাজাবাজ গ্রামের রুকুনি তালুকদারের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। আর শিপা একই গ্রামের নির্ণয় দাসের মেয়ে। ঋত্বিক তালুকদার নামে এই দম্পতির দুই বছরের একটি ছেলে রয়েছে।
প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে রিপন-শিপাদের ঘর থেকে শিশুর কান্না শুনতে পান প্রতিবেশীরা। তখন বাইরে থেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানানো হলে জালালাবাদ থানা পুলিশ দরজা ভেঙে পৃথক দুই কক্ষ থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। এছাড়াও বাসার ভেতর থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। তাতে লেখা রয়েছে, ‘আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, তোমরা আমার সন্তানকে খেয়াল রেখো।‘ এই চিরকুটটি রিপন নাকি শিপা লিখেছেন, তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। অন্যদিকে চিরকুটে কোন ‘পাপের’ কথা লেখা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা বলেন, দু‘জনের মধ্যে কোনো একজনের পরকীয়ার সম্পর্ক ছিল। তাদের মোবাইলফোনে এর বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে। তাই পুলিশ এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান নয়া দিগন্তকে বলেন, বন্ধ কক্ষ থেকে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাটি ঠিক কী কারণে ঘটেছে, তা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পারিবারিক কলহের তথ্য জানা গেছে।
তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।