প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২০ , ১১:৫৭:৪২ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের অভিযানে ২৪ পিস ইয়াবাসহ এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যাক্তির নাম মোঃ কামরুজ্জামান বাপ্পু(৩০)। তিনি জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের সরদারপুর গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে।
আজ শনিবার বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের এস আই রিপন চন্দ্র গোপের নেতৃত্বে এ এস আই মোঃ আজিম ও এ এস আই মোঃ আশরাফ সহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কাঠইর ব্রীজের পূর্বপাশে ইয়াবা নিয়ে অবস্থানকালীন সময়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়। সে একাধিক মামলার আসামী বলে জানা যায়। তাকে এখন ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক নিয়স্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের মিডিয়া উইয়িং এর এস আই রিপন চন্দ্র গোপ।
এ ব্যপারে ডিবির ওসি কাজী মোক্তাদির হোসের চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।