• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

      প্রতিনিধি ২৯ অক্টোবর ২০২২ , ৭:৫২:৩৮ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং ডে-২০২২ইং উদযাপন উপলক্ষে জগন্নাথপুর থানা পুলিশ এর আয়োজনে ‌র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    “কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ ইং উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা প্রশাসনের আয়োজনে আজ ২৯ শে অক্টোবর রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় এক বর্ণাঢ্য র‌্যালী থানা ভবন থেকে শুরু হয়ে জগন্নাথপুর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় মিলিত হয়।

    জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং ওসি তদন্ত সুশংকর পাল এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর – শান্তিগঞ্জ সার্কেল) শুভাশিষ ধর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজু, সহ-সভাপতি মোঃ আব্দুল কাইয়ূম মশাহিদ, সাবেক মেম্বার মোঃ আনহার মিয়া, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র মোঃ সাফরোজ ইসলাম মুন্না, হাসপাতাল পয়েন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি সাজিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান, যুক্তরাজ্য প্রবাসী ইমরুল হক ইমন, প্রবীণ সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর উপজেলা শাখা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, আব্দুল হাই, আলী আজগর ইমন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর থানা মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আনোয়ার হোসেন।

    এসময় উপস্থিত ছিলেন থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার, এসআই আব্দুস ছত্তার, সাংবাদিক হুমায়ূন কবীর ফরীদি, সাংবাদিক গোবিন্দ দেব, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া ও সাংবাদিক আমিনুর রহমান জিলু সহ অত্র থানার অন্যান্য কর্মকর্তাগন সহ বিভিন্ন শ্রেনী পেশার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content