• আহত / নিহত

    ঠাকুরগাঁওয়ে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০জন আহত, থানায় মামলা দায়ের

      প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২০ , ১১:২৬:৪৫ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।। ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন কহরপাড়া এলাকায় বাঁশ বাগানে বাঁশ কাটাকে কেন্দ্র করে সংর্ঘষে ১০ জন আহত হয়েছে।
    আহতরা গুরুতর অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
    এ ঘটনায় শনিবার দুপুরে রশনী সরকার বাদী দিয়ে ১১ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ে করেছেন।
    আসামীরা হলেন: চন্দ্র মোহন, চৈতন্য, রাজকুমার, সুমন, প্রসান্ত সরকার, নারায়ন, ললিতা, কামনা, স্মৃতি, ধীরেন,ছায়া রানী।
    মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার ঠাকুরগাঁও সদর উপজেলা নারগুন কহরপাড়া এলাকার রশনি সরকারের বাঁশ বাগানে বাঁশ কাটতে যায় চন্দ্র মোহন ও চৈতন্যসহ একদল সন্ত্রাসী । খরব পেয়ে রশনি সরকারের পরিবারের লোকজন বাধা দিলে গেলে মোহন, চৈতন্যসহ অন্যন্যা লোকজন দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।
    এ সময় ঘটনাস্থলে প্রায় ১০ জন রক্তাক্ত হয়ে গুরুতর আহত। এলাকাবাসী তাৎক্ষনিক তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আহতদের ভর্তি করে । পরে ঘটনাস্থলে পুলিশ গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
    বাদী রশনী সরকার জানান, ওই বাঁশ বাগান দীর্ঘদিন যাবত আমার ভোগদখলে রয়েছে। কিন্তু এলাকারসন্ত্রাসী চন্দ্র মোহন, চৈতন্য ও রাজকুমার দখল করতে আসলে আমরা বাধা প্রদান করি পরে তারা আমাদের উপর হামলা চালিয়ে প্রায় ১০ জনকে গুরুতর যখম করে পালিয়ে যায়। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান,
    উক্ত ঘটনায় ঠাকুরগাঁও থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত অনুযায়ী দ্রæত আসামী গ্রেফতার করা হবে।

    আরও খবর

    Sponsered content