হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ আগামীকাল ২৯ শে অক্টোবর রোজ শনিবার জগন্নাথপুর উপজেলায় টানা ৯ ঘন্টা পল্লী বিদ্যুৎ এর সংযোগ বিছিন্ন থাকবে বলে জানা গেছে।
সুত্র জানায়,পল্লী বিদ্যুৎ এর ৩৩ কেবি লাইনে মেন্টেন্যান্স কাজের জন্য ২৯ শে অক্টোবর রোজ শনিবার সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। উল্লেখিত সময়ের পর বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। এবিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ এর লাইন টেকনিশিয়ান ও জগদীশপুর অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু হুরায়রা জুয়েল।