• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

      প্রতিনিধি ২০ অক্টোবর ২০২২ , ৬:১৪:০১ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধিঃ কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে সুনামগঞ্জে “আমরা মুক্তিযোদ্ধার সন্তান”সংগঠনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিট কমান্ড কার্যালয়ে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৭১ এর রনাঙ্গনে যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আলী আমজাদ।

    আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক আল-হেলালের সভাপতিত্বে ও সদর উপজেলা শাখার সভাপতি কাজী জসিম কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা কমান্ডার আব্দুল মজিদ,বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান হাসনু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলী,আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা শাখার সাধারন সম্পাদক প্রপেসর মাসুদ জামান লিটন,যুগ্ম সম্পাদক সাজ্জাদুল ইসলাম শায়েস্তা,প্রচার সম্পাদক নেছার আহমদ শফিক,সুনামগঞ্জর সদর উপজেলা শাখার সহ-সভাপতি নুরুল আমিন,সাধারন সম্পাদক মোস্তাক আহমদ রোমেল,আমরা মুক্তিযোদ্ধার সন্তান সমবায় সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধার সন্তান কিতাব আলী,মোবারক হোসেন,নজরুল ইসলাম,সমুজ আলী,হাবিবুর রহমান হাবু ও মোহসিনা সিদ্দিকা হেভেন প্রমুখ।

    সভায় বক্তারা আগামী ২২ অক্টোবর শনিবার সংগঠনের রজতজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযোদ্ধার সন্তান সমাবেশকে সফল করে তোলার জন্য সকলের প্রতি উদাত্ত আহবাণ জানিয়েছেন।

    আরও খবর

    Sponsered content