• সুনামগঞ্জ

    চন্ডিপুর সাপোর্ট গ্রুপ ইউকের কমিটি গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৭:২৮:৫৯ অনলাইন সংস্করণ

    মোহাম্মদ হারুন মিয়া , যুক্তরাজ্য থেকেঃ গত ১৬ ই অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে ভাটি বাংলা বলে খ্যাত সুনামগঞ্জ জেলাধীন দিরাই উপজেলার পৌরসভাধীন ঐতিহ্যবাহী গ্রামের প্রবীণ ও নবীনদের সমন্য়ে গঠিত হয় চন্ডিপুর সাপোর্ট গ্রুপ ।

    চন্ডিপুর সাপোর্ট গ্রুপের এক নৈশভোজ ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চন্ডিপুরের প্রবীণ ব্যক্তিত্ব জনাব সাবরু মিয়া। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আফতাবুর রহমান।

    সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে ছোট্ট পরিসরে একটি কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

    উপদেষ্টা পরিষদে জনাব শফিকুল ইসলামকে প্রধান উপদেষ্টা এবং বাকি ১০জনকে উপদেষ্টা ঘোষণা করা হয়। তারা হলেন সর্বজনাব সাবরু মিয়া, সলিমুল্লাহ, নুরুল ইসলাম সরদার (শফি), আমির উদ্দিন, হারুনুর রশিদ, আজমল হোসাইন, মাহমদ মিয়া, হাবিবুর রহমান হবু, সাইফুল ইসলাম এবং মোহাম্মদ সফিকুল ইসলাম।

    এছাড়াও মামুন সাদেক-সভাপতি, শহীদুল ইসলাম নজরুল-সাধারণ সম্পাদক, লিটন মিয়া-কোষাধ্যক্ষ, ফয়সল আহমেদ-সাংগঠনিক সম্পাদক এবং সাইফুর রহমানকে জনকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনের নির্বাহী সদস্য বৃন্দ হলেন তপু আহমেদ, মাওলানা আফ্তাবুর রহমান, মাহবুবুর রহমান, অহিদ উদ্দিন, এনামুল হক, শিহাব উদ্দিন, শহীদুল ইসলাম সাগর, আজাদ মিয়া ও মাসুম সরদার।

    সভায় ইউকে সফররত চন্ডিপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী জনাব মোঃ ছাদ উদ্দিনকে চন্ডিপুর সাপোর্ট গ্রুপের পক্ষ থেকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

    উল্লেখ্য যে চন্ডিপুর সাপোর্ট গ্রুপ বিগত কিছুদিন যাবত গ্রামের এবং এলাকার হৃত দরিদ্রদের কল্যাণে কাজ করে ভূয়ুশী প্রসংশা অর্জন করতে সক্ষম হয়েছে ।

    আরও খবর

    Sponsered content