প্রতিনিধি ১৮ অক্টোবর ২০২২ , ৫:৫৮:২০ অনলাইন সংস্করণ
সাজাপ্রাপ্ত আসামির নাম ইউনুচ মাতব্বর (৫৫)। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম সাবেরা সুলতানা খানম এ রায় ঘোষণা করেন। রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। আদালত সূত্র বিষয়টি জানায়। আদালত আজ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করে।
মামলার সূত্রে জানা যায়, আসামি ইউনুস মাতব্বর বাড্ডার একটা গ্যারেজে কাজ করতেন। ভুক্তভোগী তার প্রতিবেশী ছিল। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি ইউনুস ভুক্তভোগী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় রাজধানীর বাড্ডা থানায় ভুক্তভোগীর পরিবার একটি মামলা করে।
২০১৬ সালের ৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শরিফুল ইসলাম আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। একই বছরের ১৮ সেপ্টেম্বর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু করে। এ মামলায় সাতজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত।
মামলার সাক্ষ্য গ্রহণ, আলামত, তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করে আজ এ রায় ঘোষণা করা হয়।
সূত্র : বাসস