• রাজনীতি

    গাইবান্ধায় ইসির ব্যর্থতার বড় প্রমাণ : মোমিন মেহেদী

      প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২২ , ৮:২৪:৪১ অনলাইন সংস্করণ

    নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, এই ইসিতে থাকা সকলেই অযোগ্য, গাইবান্ধায় ইসির ব্যর্থতার বড় প্রমাণ। এই ইসিতে থাকা সকলকে অপসারণ করে নতুন ইসি গঠনে এখনই পদক্ষেপ নেয়ার সময়।

    দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতিরোধের লক্ষ্যে ১৫ অক্টোবর সকাল ১০ টায় মাসব্যাপী পথসভার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিক কর্মসূচি শুরুর সময় তিনি উপরোক্ত কথা বলেন।

    এসময় তিনি আরো বলেন, নির্মম বাস্তবতা হলো লোভি-লম্পটরা রাজনীতিতে যেমন ভাইরালাক্রান্ত, তেমনি ভাইরালাক্রান্ত দেশ-ধর্ম-মানবতা বিরোধী বেশ কিছু তথাকথিত সাংবাদিক ও স ংগঠক। জীবনভর মদ-মহিলাবাজী করা তথাকথিত সাংবাদিক ও সেনাকর্তাদের ফাঁদ ফেসবুক-ইউটিউবসহ সোস্যাল বিভিন্ন মাধ্যমে রয়েছে,

    তাদের জাল থেকে বেরিয়ে, ২ পরিবারের গোলামির জিঞ্জির, সাবেক ভিপি-পিএইচডিদের প্রতারণাকে ‘না’ বলে  আমাদের দেশ-মানুষের জন্য নিবেদিত থাকতে হলে নতুনধারার রাজনীতির কোন বিকল্প নেই। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, ভাইস চেয়ারম্যান একরামুল হক গাজী লিটন, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, রাকিব ঢালী প্রমুখ বক্তব্য রাখেন।

    বার্তা প্রেরক
    ( সাবিনা নূর )
    সদস্য, গণমাধ্যম উপকমিটি, এনডিবি । ফোন : ০১৭৯৫৫৬৮১৩৭

    0Shares

    আরও খবর

    Sponsered content