প্রতিনিধি ১৫ অক্টোবর ২০২২ , ১:২২:০৩ অনলাইন সংস্করণ
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের সরকারি কলেজে ৫৯০জন শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা যাচাই পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০ টায় অনুষ্টিত হয়।
বিকাল ৩ টায় দিরাই সরকারি কলেজ ভবনে রাকিব রাবেয়া মেধা যাচাই পরীক্ষার ফলাফল ঘোষনা ও পুরস্কার বিতরনী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এম কে যুব ও সমাজসেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফিমেল একাডেমি দিরাইর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী, শর্মিষ্টা চৌধুরী জিনিয়া, পরিচালনায় বিশেষ অথিতির বক্তব্য রাখেন, জগদল কলেজের অধ্যক্ষ পঙ্কজ কান্তি রায়, দিরাই সরকারী কলেজের প্রভাষক ফখর উদ্দীন চৌধুরী, ডি. এস. এস. প্রি ক্যাডেট একাডেমি শাহ্জাহান সিরাজ, সাংবাদিক শামছুল ইসলাম খেজুর, সাংবাদিক রুদ্র মিজান, সাংবাদিক বাছিত সরদার, শিক্ষক আনহার মিয়া, রবিনূর আহমেদ সুনামগঞ্জ ফিউচার কিন্ডার গার্ডেনের প্রতিষ্টাতা শিউলি আক্তার । উপস্থিত ছিলেন উজ্জ্বল আহমদ, ইজাজুর রহমান ফাহিম, রশিদ চৌধুরী, ইব্রাহিম, মুবিন, রুহুল আমিন, সুহিন, মেহেদী, মাহবুব আলম, , লিমন, ইসলাম উদ্দিন, সাজু, আকাশ, সৈকত, আতিক, তামিম, নোমান, তমা, সোনিয়া, মাহমুদা, বিলকিস, হাফিজা, তাফসিরা, জুলি, লুবনা, অনিমা, নীলা, তানজিলা প্রমুখ।
আলোচনা সভা শেষে ৬০জন বিজয়ীদের মাঝে ও ৬জন শিক্ষককে সম্মাননা ক্রেস্টা ও পুরস্কার তুলে দেন অথিতিবৃন্দ।