প্রতিনিধি ১০ অক্টোবর ২০২২ , ৮:৫৯:৩৬ অনলাইন সংস্করণ
কে এম শহীদুল সুনামগঞ্জঃ সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীর পাড়ে থাকা সকল গ্রাম গুলি রক্ষা করতে হলে অবৈধ ড্রেজার মেশিন ধারা রাতের আধাঁরে বালু উত্তোলণ বন্ধে গ্রামবাসীসহ সচেতন মানুষদের সম্মিলিত ভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নবাগত সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাফিউল মাজলুবিন রহমান। ১০ অক্টেবর দৈনিক ভাটি বাংলা ডটকম এর প্রতিনিধির সাথে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।
গত কয়েদিন যাবত সামিাজিক যোগাযোগে টেলিভিশন ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়ায় সুনামগঞ্জ সদর উপজেলার হরিণাপার্টি গ্রামে রাতের আধারেঁ একটি বালু খেকো চক্র প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলণ করে নিয়ে যাচ্ছে, যার ফলে নদী গর্ভে বিলীন হচ্ছে নদীপাড়ে থাকা ঘর বাড়ি গ্রাম ও রাস্তাঘাট । নদীপাড়ে থাকা অসহায় মানুষের বাড়িঘর ভেঙ্গে যাওয়ার ফলে ঐ এলাকার সাধারন মানুষেরা মিলে ঐ সমস্ত অবৈধ ড্রেজার মেশিন বন্ধের দাবীতে মানব বন্ধন করেছেন। বিষটি জানতে পেরে নবাগত সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাফিউল মাজলুবিন রহমান তিনি গত ৮অক্টোবর সঙ্গিয় ফোর্স পুলিশ নিয়ে সদর উপজেলার হরিণা পার্টি এলাকাসহ সুরমা নদীতে অভিযান পরিচালনা করেন । এসময় কয়েকটি ড্রেজার মেশিন নৌকা জব্ধ করেন। অভিযান কালে তিনি নদীর পাড়ে থাকা গ্রামগুলির অবস্থা দেখে এলাকার সকল সচেতন নাগরিকদের প্রতি সচেতন থেকে যখনি কোন অবৈধ ড্রেজার মেশিন নদীতে কেউ চালাবে তখনি প্রশাসনের কাছে জানানোর আহ্বান জানান। গ্রামের সাধারন মানুষের ভোগান্তির দৃশ্য দেখে নদীর পাড়ে থাকা গ্রামগুলি রক্ষার জন্য সকলের সমন্বয়ে সম্মিলিত ভাবে সুরমা নদীর পাড় ভাঙ্গন রোধে ঐ সমস্ত অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলণ বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যাক্তিরা রাতের আধাঁরে প্রশাসনের চোখ ফাকিঁ দিয়ে বালু উত্তোলণ করে যাচ্ছে। তিনি সকলকে সচেতন থেকে এ সমস্ত ড্রেজার মেশিন বন্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জনান আর এজন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এই নবাগত সহকারী কমিশনার (ভূমি)। মো: সাফিউল মাজলুবিন রহমান।###