• ক‌্যাম্পাস

    হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বই উৎসব ও বিনা বেতনে ভর্তি

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২০ , ২:৫১:৪১ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে শিক্ষার্থীদের হাতে বছরের নতুন দিনে নতুন বই তুলে দেয়া হয়েছে। এবং বিনাবেতনে ভর্তি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

    নতুন বছরের প্রথম দিনে পাঠ্য বই হাতে পাওয়ার আনন্দই আলাদা নতুন বইয়ের সু-ঘ্রান মনকে যেমন উৎফুল্ল করে,ঠিক তেমনি ভাবে বাড়িয়ে দেয় শিক্ষা গ্রহণের আকাঙ্খা। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে প্রতিবছরের মতো বছরের প্রথম দিনে ২০২০ সালেও সারা দেশের ন্যায় এবারও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একমাত্র কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে উৎসব মূখর পরিবেশে নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার পাশা-পাশি বিনাবেতনে ভর্তি কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।
    নতুন বই বিতরণ ও শুধু মাত্র নিয়মতান্ত্রিক ভর্তি ফি নেওয়ার মাধ্যমে নবম শ্রেণির “কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ট্রেড এবং জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক্স ট্রেডে বিনাবেতনে ভর্তি কার্যক্রম ১লা জানুয়ারী রোজ বুধবার শিক্ষাঙ্গনের হলরুমে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি এই শিক্ষাঙ্গনের প্রতিষ্ঠাতা সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠান পরিচালনা কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী ও সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য মোঃ আলাল হোসেন রানা,অভিভাবক জনাব মোঃ আব্দুল হামিদ, অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোঃ জসীম উদ্দিন, সহকারী জনাব মাহমুদুল হাসান, জনাব তানভীর আহমদ,জনাব এমরান হোসাইন, জনাব রিংকু দেব,জনাব অলিউর রহমান,জনাব সাইদুর রহমান,জনাব শাহজাহান মাহমুদ ও শিক্ষার্থী বৃন্দ।

    আরও খবর

    Sponsered content