প্রতিনিধি ৭ অক্টোবর ২০২২ , ২:৪৮:৫০ অনলাইন সংস্করণ
মোহাম্মদ হারুন মিয়া, লন্ডন, ইংল্যান্ড থেকেঃ মানুষ মানুষের জন্যে , জীবন জীবনের জন্যে ,আর্তমানবতার কল্যাণে নিয়োজিত সংগঠন দিরাই-শাল্লা জনস্বার্থ গ্রুপ ইউকের পক্ষ থেকে প্রবীন ও নবীনদের সম্নয়ে গঠিত আর্ত সামাজিক সংগঠন বন্ধন জগদল ইউনিয়ন জনকল্যাণ সংঘের ব্যবস্হাপনায় পরিচালিত দিরাই চক্ষু চিকিৎসা ও পরিচর্যা কেন্দ্রে অসহায় হতদরিদ্র রোগীদের জরুরী এম্বুলেন্চ সার্ভিস এর জন্যে একটি এমবুলেন্চ ক্রয় বাবত আর্তমানবতার কল্যাণে নিয়োজিত সংগঠন দিরাই-শাল্লা জনস্বার্থ গ্রুপের পক্ষ থেকে এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয় ।
গত ৫ই অক্টোবর দিরাই-শাল্লা জনস্বার্থ গ্রুপের সাধারণ সম্পাদক শাহ কামাল এর বাসভবনে অসহায় হতদরিদ্রদের সেবার লক্ষ্যে এম্বোলেন্চ ক্রয় বাবত এক লক্ষ টাকা হস্তান্তর উপলক্ষে এক নিশ্যভোজের আয়োজন করা হয় । নৈশ্যভোজ পূর্বে দিরাই-শাল্লা জনস্বার্থ গ্রুপ, ইউকের সভাপতি মুহিবুর রহমান বাবলু , উপদেষ্টা মোহাম্মদ হারুন মিয়া , উপদেষ্টা মোহাম্মদ শাহীন মিয়া , সাধারণ সম্পাদক শাহ কামাল , প্রস্তাবিত সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল , সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সল মিয়া , মোহাম্মদ উজ্জ্বল মিয়া ও মোহাম্মদ সাকী এক লক্ষ টাকা হস্তান্তর করেন বন্ধন জগদল ইউনিয়ন জনকল্যাণ সংঘের একজিকিটিভ মেম্বার মোহাম্মদ আতাউর রহমান , একজিকিউটিভ মেম্বার মোহাম্মদ মুজিবুর রহমান বাবুল , একজিকিউটিভ মেম্বার মোহাম্মদ আক্তার হোসাইন , একজিকিউটিভ মেম্বার মোহাম্মদ কবীর রশীদ , একজিকিউটিভ মেম্বার মোহাম্মদ মোফাজ্জল হোসাইন এর কাছে হস্তান্তর করেন ।
নৈশভোজে উপস্হিত সবাই মোখরুচক , সুস্বাদু খাবার পরিবেশনের জন্যে শাহ কামল ও তার সহধর্মিনীর ভূয়ুশী প্রসংশা করেন এবং আন্তরিক ধন্যবাদ জানান ।
মানবতার কল্যাণে নিয়োজিত দিরাই-শাল্লার জনস্বার্থ গ্রুপের সবাইকে সুদুর কানাডা থেকে ভিডিও কনফারন্সরের মাধ্যমে বন্ধন জগদল ইউনিয়ন জনকল্যাণ সংঘের চীফ একজিকিউটিভ মোহাম্মদ আমিরুল হক আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং দিরাই-শাল্লার সবার সহযোগীতা কামনা করেন ।
মানবিক কাজে এগিয়ে আসার জন্যে দিরাই-শাল্লা জনস্বার্থ গ্রুপের সবার কাছে কৃতজ্ঞতা জানান এবং সহযোগীতার জন্যে আন্তরিক ধন্যবাদ জানান বন্ধন জগদল সমাজকল্যাণ সংঘের উপস্হিত নেত্রীবৃন্দ ।