• সুনামগঞ্জ

    সুনামগঞ্জে ৪০ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২২ , ১:৪৭:৩৩ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশায় ৪০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী তুহিন(২৮) ও ফাতেমা (২৫) নামক দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

    থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্ এর দিকনির্দেশনায় ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে অত্র থানার এসআই মোঃ সোহেল মাহমুদ সহ একদল পুলিশ অদ্য ৩ অক্টোবর রোজ সোমবার সকাল ৬ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে ধর্মপাশা উপজেলা সদর ইউপি’র অন্তর্ভুক্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন কংশ নদীর তীরে লঞ্চ ঘাট এলাকা হতে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার দজনগর গ্রাম নিবাসী মোঃ আনোয়ার হোসেন এর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ তুহিন মিয়া (২৮) ও বিঞ্চাহরি গ্রাম নিবাসী বাছির মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা আক্তার (২৫) কে গ্রেপ্তার করেন।

    এসময় আসামীদের হেফাজতে থাকা ০২টি টলিব্যাগ ও ০২টি কাপড়ের ব্যাগ উপস্থিত লোকজনের সম্মুক্ষে তল্লাশী করে ছোট বড় ১৯টি পলিপ্যাকে পেচানো মোট প্রায় ছয় লাখ টাকা সমপরিমাণ মূল্যের ৪০(চল্লিশ)কেজি গাঁজা এবং ৩ টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

    এব্যাপারে ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ধর্মপাশা থানার এসআই মোঃ সোহেল মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৪০ কেজি গাঁজা এবং ৩টি বাটন মোবাইল ফোন সহ মাদক ব্যবসায়ী তুহিন মিয়া(২৮) ও ফাতেমা আক্তার(২৫) কে আজ ৩ অক্টোবর সকাল ৬ ঘটিকার সময় গ্রেপ্তার করা হয়। আসামীদ্বয়কে আজ ৩ অক্টোবর রোজ সোমবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content