• গ্রেফতার/আটক

    সুনামগঞ্জ সীমান্তে বিজিবি’র পৃথক দুটি অভিযানে সোয়া সাত লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২০ , ১১:৪০:০০ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:- 
    ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ সোয়া সাত লাখ টাকার চোরাচালানী মালামাল আটক করেছে। সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) হেডকোয়াটার্স মিডিয়াসেল জানায়, শুক্রবার সকালে সদর উপজেলার ডুলুরা বিওপির বিজিবি টহল দল কাপনা এলাকা হতে ৩৫ বোতল বিদেশি মদ আটক করেছে।,
    একইদিন সকালে জেলার দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ী বিওপির বিজিবি টহল দল রাজাপুর এলাকা হতে ২লাখ ৫২ হাজার শলাকা (১০হাজার ৮০ প্যাকেট) ভারতীয় নাসির বিড়ি ও ০৭টি গবাধিপশু (গরু) আটক করেছে।,
    এ ব্যাপারে বিজিবি’র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম বলেন,আটককৃত মদ,বিড়ি ও গবাধীপশুর আনুমানিক মুল্য প্রায় ৭ লাখ ২৫ হাজার ৯’শ টাকা।

    0Shares

    আরও খবর

    Sponsered content