প্রতিনিধি ২৫ সেপ্টেম্বর ২০২২ , ৫:৫১:৪১ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
জগন্নাথপুরে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জহির(৪৫) নামক এক ব্যাক্তি মৃত্যু বরন করেছেন।
স্থানীয়, পরিবার ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধী কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কামারখাল গ্রাম নিবাসী মৃত মোঃ আয়না মিয়ার ছেলে আজ মোঃ জহির মিয়া ২৪ শে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ৭ ঘটিকার গ্রাম গ্রাম পার্বতী নলুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। পরিবারের লোকজন খবর পেয়ে জহির মিয়া’র মৃতদেহ বাড়ীতে নিয়ে এসে আসেন। এই ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে। এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি প্রদান করে।
এব্যাপারে মৃত জহির মিয়া’র ভাই সানুর মিয়া বলেন, আমার ভাই সকালে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন। এবিষয়ে কারো প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। আজ বাদ মাগরিব নামাজে জানাজা শেষে মৃত জহির মিয়ার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেছি।
এবিষয়ের সত্যতা নিশ্চিত করে কলকলিয়া ইউনিয়ন পরিষদ মেম্বার কামরুজ্জামান বলেন, আজ সকালে নলুয়ার হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জহির মিয়া মৃত্যু বরন করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী এএসআই ফখরুল ইসলাম বলেন, কামারখাল গ্রামে বজ্রপাতে জহির নামক এক ব্যাক্তি মৃত্যু বরন করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনী প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন এর অনুমতি দেওয়া হয়েছে।