• অনিয়ম / দুর্নীতি

    জগন্নাথপুরে কলকলিয়া-তেলিকোনা সড়কে সেতুর কাজে অনিয়ম, জনসাধারণের ভোগান্তি

      প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২০ , ১০:০৯:১০ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের কলকলিয়া -তেলিকোনা সড়কের কলকলিয়া বাজার পার্শ্ববর্তী এলাকায় ধ্বসে পড়া কালভার্ট ব্রীজের পুনঃনির্মাণ কাজে অনিয়ম এর অভিযোগ পাওয়া গেছে। টেন্ডার প্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য  বিকল্প রাস্তা না করেই ব্রীজের কাজ শুরু করায় এই সড়ক দিয়ে চলাচলকারী  জনসাধারণ চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছেন।

    আজ ৩রা জানুয়ারী রোজ শুক্রবার দুপুর এগারো ঘটিকার সময় সরেজমিনে দেখা যায় , উপজেলা, জেলা ও বিভাগীয় শহর সিলেট এর সাথে যোগাযোগ স্থাপনকারী

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া -তেলিকোনা সড়কের কলকলিয়া বাজার এলাকার নিকটবর্তী আটপাড়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী পশ্চিমাংশে অবস্থিত মধ্যাংশ ধ্বসে পড়া কালভার্ট ব্রীজের পুনঃনির্মাণের কাজ চলছে।বিগত প্রায় ১০/১২ দিন ধরে কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান রোপন কনস্ট্রাকশন।  বিকল্প রাস্তা না করেই নির্মাণ কাজ চালিয়ে যাওয়ায় এই সড়ক দিয়ে চলাচলকারী জনসাধারণ আমন জমির ওপর দিয়ে পায়ে হেঁটে চলাচল করছেন। এমনকি আজকের (৩রা জানুয়ারী)  বৃষ্টিতে  আমন জমি পানিতে ভরে যাওয়ায় নারী-পুরুষ সকল পথচারী কাঁদা-পানি মাড়িয়ে অতিকষ্টে ব্রীজের এপার-ওপার হয়ে যানবাহনে উঠছেন।অনেকেই পা পিচলে কাঁদা-পানিতে পড়ছেন। এতে করে সাথে থাকা মূল্যবান জিনিস -পত্র নষ্ট হয়ে পড়ছে।

    এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াতকারী একাধিক পথচারী তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে অভিযোগের সুরে বলেন, জীবন -জীবিকার তাগিদে এই সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার জনসাধারণ ও স্কুল -কলেজ ও মাদ্রাসাগামী ছাত্র -ছাত্রী সহ শিক্ষক বৃন্দ যানবাহনে চলাচল করে থাকেন। দীর্ঘ দিন পর ধ্বসে পড়া ব্রীজটির কাজ শুরু হলেও ভোগান্তি আরও বেশি বেড়েছে। বিকল্প রাস্তা না থাকায় মালামাল মাথায়  নিয়ে পায়ে হেঁটে আমন ক্ষেত দিয়ে পার-পার হচ্ছি।তার ওপর বৃষ্টির পানিতে কাঁদা-মাটি মাড়িয়ে চলাচল করা কতটুকু কষ্টের এক মাত্র ভুক্তভোগীরাই জানেন। অধিক মুনাফা লাভের আশায় ঠিকাদার বিকল্প রাস্তা না করে কাজ চালিয়ে যাচ্ছেন।বিদায় জনসাধারণের এই দুর্দশা লাগবে দ্রুততার সহিত বিকল্প রাস্তা (ডাইবেসন) করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছেন এলাকার সচেতন মহল।

    কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ তারা মিয়া বলেন, বিকল্প রাস্তা তৈরী সহ ব্রীজের কাজ টেন্ডার হয়েছে। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান অধিক মুনাফা লাভের আশায় বিকল্প রাস্তা না করে ব্রীজের কাজ শুরু করায় পথচারী জনসাধারণ ভোগান্তির শিকার হয়ে পড়েছেন। বিষয়টি উপজেলা প্রকৌশলী মহোদয়কে অবহিত করব।

    এ ব্যাপারে রোপণ কনস্ট্রাকশন এর স্বত্বাধিকারী রোপণ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমন ক্ষেত দিয়ে জনসাধারণের চলাচলে সমস্যা হলে দ্রুততার সহিত বিকল্প রাস্তা করব।

    স্থানীয় সরকার প্রকৌশল জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, সেতুটি অনেকদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কিছু অংশ ধসে পড়ায় যান চলাচলে বিঘ্নিত হচ্ছিল। ব্রীজটি পূর্ণ নির্মাণের জন্য আমরা জরুরি ভিত্তিত্বে ১৮ লাখ টাকা টেন্ডার আহবান করি। কাজ পেয়েছেন রোপন কন্সট্রাকশন। ঠিকাদারী প্রতিষ্ঠান ইতিমধ্যে কাজও শুরু করেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিকল্প রাস্তা সহ ব্রীজ নির্মাণ এর টেন্ডার করা হয়েছে।  জনসাধারণের দুর্ভোগ লাগবে বিকল্প রাস্তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content