• সুনামগঞ্জ

    যুক্তরাজ্য বিএনপি’র সাধারন সম্পাদক কয়ছর এর বাড়ীতে অগ্নিকাণ্ড

      প্রতিনিধি ১৬ সেপ্টেম্বর ২০২২ , ২:২০:৩১ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ যুক্তরাজ্য বিএনপি’র সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ এর গ্রামের বাড়ীতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে জানাযায়নি।

    থানা ও এলাকাবাসী সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর এর বাসিন্দা যুক্তরাজ্য বিএনপি’র সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ ও তাঁর ছোট ভাই জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক কবির আহমেদ দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাদের পরিবারের কোনো সদস্য এ বাড়ীতে থাকেন না। বাড়ীটি দেখাশোনা করেন হাবিবুর রহমান নামক এক ব্যাক্তি।

    বিগত ১৪ ই সেপ্টেম্বর দিবাগত রাত প্রায় ১২ ঘটিকার দিকে এই বাড়ীর টিনশেড ঘরে আগুনের লেলিহান শিখা দেখে হাবিবুর রহমান চিৎকার করেন। তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। এবং প্রতিবেশীদের ঘন্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।

    অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমদ এর বাড়ীর কেয়ারটেকার হাবিবুর রহমান বলেন, কে-বা কাহারা আগুন লাগিয়েছে দেখিনি। প্রতিবেশীদের সহায়তায় আগুন নিভিয়েছি। আল্লাহ সহায় আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

    এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আগুন লাগানোর চেষ্টা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।তবে এ বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

    আরও খবর

    Sponsered content