প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ৯:২৯:১০ অনলাইন সংস্করণ
বায়েজিদ অপিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান।
(৭ সেপ্টেম্বর) বুধবার সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।
জয়কলস ইউনিয়ন পরিষদের সচিব আলী হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব ও আ’লীগ নেতা হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, জয়কলস আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন চন্দ্র সরকার, শান্তিগঞ্জ থানার সেকেন্ড অফিসার তপন কান্তি দাশ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব জয়ন্ত ব্যানার্জি, উপজেলা আওয়ামীলীগ নেতা আরটিএন নিজাম উদ্দিন, উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমীরণ দাশ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল দাশ, শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ,সাংগঠনিক সম্পাদক নিতাই দাশ সহ প্রমুখ।