প্রতিনিধি ৬ সেপ্টেম্বর ২০২২ , ২:১৪:০০ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের ডাকাত সর্দার আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামী সুমন মিয়া(২৭) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ৪ঠা সেপ্টেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার শ্যামারগাঁও গ্রাম নিবাসী মোঃ আফিফ উল্লাহ’র ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কুখ্যাত ডাকাত সুমন মিয়া(২৭) কে গ্রেপ্তার করে ৫ ই সেপ্টেম্বর সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেন। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিল।
থানা সুত্র গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানায়, গ্রেপ্তারকৃত আসামী কুখ্যাত ডাকাত সর্দার সুমন মিয়া (২৭) এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলা গুলো হচ্ছে জিআর- ১৪০/২০২০ (নবীগঞ্জ), (1ACCE) হবিগঞ্জ এর নবীগঞ্জ থানার , এফআইআর নং-১২/১৪০, তারিখ- ১৪ আগস্ট, ২০২০; সময়- ০৮:১৫ ঘটিকা ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ – চার্জশীট :-২১৬, এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। (19NJ2) সুনামগঞ্জ এর জগন্নাথপুর থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০১ মে, ২০১৯; জি আর নং-৯২/২০১৯, তারিখ- ০১ মে, ২০১৯; সময়- ২১.৪৫ ঘটিকার সময়। ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; , এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ ৩। (2SHTL) সুনামগঞ্জ এর জগন্নাথপুর থানার ,এফআইআর নং-১০, তারিখ- ১০ জুন, ২০১৫; জি আর নং-১২২/১৫, তারিখ- ১০ জুন, ২০১৫; সময়- ধারা- ১৪৩/১৪৪/১৪৯/৪৪৭/ ৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০ এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী ৪। (UDY3) সুনামগঞ্জ এর জগন্নাথপুর থানার ,এফআইআর নং-১৭, তারিখ- ২৪ মে, ২০১৪; জি আর নং-১০৮/১৪, তারিখ-২৪ মে, ২০১৪; সময়- ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড-১৮৬০ এই মামলায় সে তদন্তে সন্দিগ্ধ ৫। (DCXA) সুনামগঞ্জ এর জগন্নাথপুর থানার ,এফআইআর নং-৩, তারিখ- ০৬ জানুয়ারি, ২০১২; জি আর নং-৩/১২, তারিখ- ০৬ জানুয়ারি, ২০১২; সময়- ধারা- ৩৪১/৩২৩/৩২৪/৩২৫/ ৩০৭/৩৫৪/৩৭৯/৩৪ পেনাল কোড-১৮৬০ এই মামলায় সে এজাহারে অভিযুক্ত/বিবাদী ৬। (1RDAP) সুনামগঞ্জ এর জগন্নাথপুর থানার ,জিডি নং-১৯৭/২০২২, তারিখ- ০৪ সেপ্টেম্বর, ২০২২; সে সাধারণ ডায়েরীতে অভিযুক্ত।