• সুনামগঞ্জ

    সুনামগঞ্জ তথ্য অফিসের উঠান বৈঠক সম্পন্ন

      প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২২ , ১২:৩৭:২২ অনলাইন সংস্করণ

    মাফরোজা সিদ্দিকা বুশরা,সুনামগঞ্জ: সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে উন্মুক্ত উঠান বৈঠক সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল ৬টার সময় সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে স্বেচ্ছাসেবকলীগের নেতা মাহমদ আলীর বাড়ীতে জেলা তথ্য অফিসের উদ্যোগে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেত্রী সাবেক ভাইস চেয়ারম্যান কবি ফেরদৌসী সিদ্দিকা। সুরমা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্যা মোছাঃ তানজিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক (রুটিন দায়িত্বরত) মোঃ আব্দুছ ছাত্তার,নারী সংগঠক জুলেখা বেগম ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান জেলা কমিটির সভাপতি সাংবাদিক আল-হেলালসহ স্থানীয় নারী নেতৃবৃন্দ।
    এর আগে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইউপি সদস্য আমেনা বেগমের বাড়িতে অনুরুপ আরেকটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে বক্তারা বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জিত সাফল্য অর্জন, প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ,সামাজিক নিরাপত্তা কর্মসূচি,আশ্রয়ণ প্রকল্প,সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে গণ সচেতনতা,নারীর ক্ষমতায়ন,নারী শিক্ষা,গুজব প্রতিরোধ,অপপ্রচার রোধ,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা,বাল্যবিবাহ নিরোধ,যৌতুকের কুফল ও মাদক বিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

    আরও খবর

    Sponsered content