• গ্রেফতার/আটক

    সিলেট ডিবির অভিযানে শিলং তীর খেলার সামগ্রী জব্দঃ দিরাইর সানু সহ ৫ জুয়াড়ি গ্রেফতার

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ৫:৩৬:২০ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তীর শিলং খেলার সামগ্রীসহ ০৫ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

    গতকাল ২৬/০৮/২০২২খ্রিঃ রাত অনুমান ২১.২০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব অলক কুমার দত্ত এর নেতৃত্বে সঙ্গীয় এসএমপি ফোর্সদের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীনস্থ ’ শাহ সিকন্দর সাকিনস্থ মরহুম আজহর আলীর কলোনীর ভিতর অভিযান পরিচালনা করে

    জুয়াড়ি ১। সানু মিয়া (৫১), পিতা-মৃত রাহাত উল্লাহ, সাং-বাটিয়ার গাঁও, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ ,২। সিরাজ মিয়া (৪২), পিতা আকিল উদ্দিন, সাং-ফাজিল চিস্ত আবাসিক এলাকা ৫নং বাসা সুবিদ বাজার, থানা -এয়ারপোর্ট, জেলা-সিলেট,৩। তুয়েল আহমদ (৪২) পিতা-হাবিব আহমদ, সাং- বাগবাড়ী আখড়া গলি, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট,৪। চাঁন্দ আলী (৫৯) পিতা-মোবারক আলী, সাং-দশ পাইকা, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, ৫। আজির (৩৮) পিতা-মৃত মখন মিয়া, সাং-পশ্চিম কলোনী বিলপার, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট।
    নামীয় ০৫(পাঁচ) জুয়াড়িকে গ্রেফতার করেন।

    গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে তীর শিলং জুয়া খেলার বিভিন্ন সামগ্রী উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

    প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামীগণের সহযোগীতায় দীর্ঘদিন ধরে টাকা পয়সার বিনিময়ে জুয়ার বোর্ডটি পরিচালনা করে আসছিল।

    জুয়ার নেশায় আসক্ত হইয়া দিন মজুর সাধারণ শ্রেণী পেশার মানুষেরা সর্বশান্ত হইতেছে।

    শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content