• সুনামগঞ্জ

    চরনারচর ইউনিয়নে ২৩৯টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিডির চাল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান রতন তালুকদার

      প্রতিনিধি ২ জানুয়ারি ২০২০ , ৯:০০:৩০ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি:-
    সুনামগঞ্জের দিরাইয়ের চরনারচর ইউনিয়নে সরকারের বরাদ্দকৃত ২৩৯টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রতিজনকে ৩০ কেজি করে দুই মাসের এককালীন ৬০ কেজি ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার দুপুর ১টায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের সামনে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার।
    প্রতিজন চালপ্রাপ্তদের একাউন্টে সরকারের পক্ষে কাটারী উন্নয়ন সংস্থা(এনজিও)’র প্রতিনিধিরা প্রতি ৩০ কেজি চালের বিপরীতে ২শত টাকার করে ৬০ কেজি প্রাপ্তদের নিকট হতে ৪ শত টাকা করে তাদের সঞ্চয়ী একাউন্টে জমা নেয়া হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন,দিরাই ট্যাগ অফিসার দিপংঙ্কর দেব,বিশিষ্ঠ সমাজসেবক মোঃ আজিজুল হক,ইউপি সদস্য চিত্ত সূত্রধর,সত্যবান বৈষ্ণব,মোঃ আরজ আলী,নাসিমা বেগম,প্রদীপ ভৌমিক,তপন ভৌমিক,রুপক চৌধুরী,ইউনুছ মিয়া,চন্দন তালুকদার,মমতাজ বেগম, অসিত বরণ দাস। এছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
    চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার বলেন,সরকারের দেয়া বরাদ্দকৃত চাল ইউনিয়নের অসহায়,গরীবদের মধ্যে সুষ্টুভাবে সমানভাবে বন্টনের লক্ষ্যেই এ চালগুলো বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে। আর প্রতি ৩০ কেজিতে ২ শত করে যে টাকাটা সরকারের পক্ষে একটি এনজিও সংস্থা নিচ্ছেন সেই টাকাগুলো ও ঐ গরীব অসহায়দের সঞ্চয়ী একাউন্টে জমা রাখা হচ্ছে। পরবর্তীতে ঐ সঞ্চয়ী টাকাগুলো ও আমার ইউনিয়নের গরীব লোকজন পাবেন বলে জানান তিনি।

    আরও খবর

    Sponsered content