• সিলেট

    জৈন্তাপুরে পিআইবির সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২২ , ৮:৪০:২৪ অনলাইন সংস্করণ

    সৈয়দ হেলাল আহমদ বাদশা গোয়াইনঘাটঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় তিন দিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং ও সংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    শনিবার ২০ আগষ্ট বিকাল ৩ টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ হল রুমে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার সাংবাদিকদের জন্য অনুসন্ধানমূলক রিপোর্টিং ও বুনিয়াদি দুটি প্রশিক্ষণের মাধ্যমে সনদপত্র বিতরণ করা হয়।

    সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করেন পিআইবি’র পরিচালক মোহাম্মদ আফরাজুর রহমান, প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার ওসি তদন্ত আব্দুর রব এবং জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
    এছাড়াও বক্তব্য রাখেন, চার উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

    উল্লেখ্য বৃহস্পতিবার ১৮ আগস্ট চার উপজেলার ৭০ জন গণমাধ্যমকর্মীর অংশগ্রহণে সাংবাদিকতায় বুনিয়াদি ও অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণে জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়াম ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

    আরও খবর

    Sponsered content