• সুনামগঞ্জ

    রক্তি নদীতে নৌশ্রমিককে মারপিটের ঘটনায় ৫ চাঁদাবাজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

      প্রতিনিধি ২০ আগস্ট ২০২২ , ৫:৪১:০৯ অনলাইন সংস্করণ

    আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি: চাঁদা না দেওয়ার জের ধরে সন্ত্রাসী চাঁদাবাজরা এক নৌশ্রমিককে মারপিটক্রমে গুরুতর আহত করেছে। ১৭ আগস্ট বুধবার বিকেল ৬টায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের আবুয়া ও রক্তি নদীর মুখে এ ঘটনা সংগঠিত হয়েছে।

    ঘটনার শিকার ফতেহপুর ইউনিয়নের পিরিজপুর গ্রামের শাহীদ মিয়ার পুত্র নুর আহমদ (২৬) থানায় ৫ জনের বিরুদ্ধে মামলার অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে ফতেহপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মখলিছ মিয়ার পুত্র রুবেল (৪২),আলীপুর গ্রামের আব্দুল করিমের পুত্র মরম আলী (৪০),ক্ষিরধরপুরের মজমিল আলীর পুত্র সাইফুল আমিন (২৮),উমেদপুরের নুরুল ইসলামের পুত্র কামাল (৩৪) ও সাহেল (৩২) নামের ৫ চিহ্নিত চাঁদাবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়েছে।

     

    অভিযোগে প্রকাশ,গত ১৭ আগস্ট তাহিরপুরের ফাজিলপুর মহাল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ৬ হাজার ফুট ভাঙ্গা পাথর নিয়ে ঢাকার গাবতলীতে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হলে উক্ত চাঁদাবাজরা আবুয়া রক্তি নদীতে ১২ হাজার টাকা চাঁদা দাবী করে নুর আহমদ ও তার বড় ভাই আলী আহমদের নৌকা আটক করে। অসহায় আলী আহমদ বাধ্য হয়ে চাঁদাবাজ রুবেল এর হাতে ৫ হাজার টাকা প্রদান করে। কিন্তু চাহিতো চাঁদার বাকী ৭ হাজার টাকা পরিশোধ না করায় উক্ত সন্ত্রাসীরা তাৎক্ষনিকভাবে হাতে দা,লাঠি ও অস্ত্রাদি নিয়ে খুনের ভয় দেখিয়ে আলী আহমদকে আটক করে রাখে এবং ছোট ভাই নুর আহমদকে বাকী ৭ হাজার টাকা দিয়ে বড় ভাইকে উদ্ধার করে নেয়ার জন্য মোবাইল ফোনে নির্দেশ দেয়। নুর আহমদ ঘটনার কথা স্থানীয় মেম্বার আব্দুল হেকিম কে জানিয়ে ঘটনাস্থলে বড় ভাইকে উদ্ধারের জন্য এগিয়ে আসলে চাঁহিতো চাঁদার টাকা না দেয়ায় সন্ত্রাসীরা বেদম মারপিটক্রমে আলী আহমদ (৩২) কে গুরুতর আহত করে।

    ঘটনার পর পরই আহত আলী আহমদকে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ১৮ আগস্ট এ ব্যাপারে জখমী আলী আহমদ এর পক্ষে তার ছোট ভাই নুর আহমদ,বিশ্বম্ভরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওসি মোঃ ইকবাল হোসেন,নুর আহমদ এর অভিযোগটি তদন্তের জন্য এসআই আরেফিনকে দায়িত্ব প্রদান করেন। ওসি ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নদীতে চাঁদাবাজী সন্ত্রাসের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

    Sponsered content