প্রতিনিধি ১৯ আগস্ট ২০২২ , ৬:০৯:৩৫ অনলাইন সংস্করণ
মোঃ সনজব আলী হবিগঞ্জ জেলা প্রতিনিধি। হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ছুরাই মিশুক গাড়ি সহ ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ২ জন।
বৃহস্পতিবার( ১৮ আগষ্ট২২) ইং বিকাল জেলা পুলিশের সুত্রে এক বিজ্ঞপ্তিতে গন মাধ্যম কে জানান! পুলিশ সুত্রে জানা যায় ১৭ ই আগষ্ট সকাল ১৭:২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করেন।
হবিগঞ্জ পৌরসভার অন্তর্গত স্টাফ কোয়ার্টারস্থ ১৭নং আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে পাকা রাস্তা হতে আসামী মোঃ হানিফ মিয়া (২৬), পিতা-মৃত শুকুর মিয়া, সাইফুর রহমান (২৫), পিতা-সমুজ আলি, উভয়সাং- উমেদনগর (পুরান হাটি), ০১ নং ওয়ার্ড, হবিগঞ্জ পৌরসভা উভয় থানা ও জেলা-হবিগঞ্জদ্বয়-কে ০২ (দুই)টি চোরাই মিশুক গাড়িসহ গ্রেফতার করা হয়। পরর্বতি আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে মাধ্যমে কারাগার প্রেরন করা হয়েছে।