প্রতিনিধি ১৬ আগস্ট ২০২২ , ২:০৩:০৫ অনলাইন সংস্করণ
আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শোক র্যালি মিছিলের নগরীতে পরিণত হয়েছে ভাটির জনপদের জেলা শহর সুনামগঞ্জ।
বন্যা দুর্যোগ ও দূর্ভিক্ষের স্থানীয় প্রভাব থাকার পরও জেলার ১২টি উপজেলায় সক্রিয় অংশগ্রহনের মধ্যে দিয়ে দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকরা। জেলা ও উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,স্বাস্থ্য বিভাগসহ সরকারের প্রত্যেকটি বিভাগের উদ্যোগেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বিরোধীদল জাতীয় পার্টিসহ বিভিন্ন পেশাজীবি,সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পালন করা হয়েছে দিবসটি।
সোমবার (১৫ আগস্ট) সকালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনস্থ শহীদ মিনারে সাবেক জেলা ইউনিট কমান্ডার হাজী নুরুল মোমেন,সাবেক ডেপুটি কমান্ডার আবু সুফিয়ানসহ বীর মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধার সন্তানদেরকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসটির শুভ সুচনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বরত জেলা কমান্ডার জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। পরে জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন,জেলা পরিষদের প্রশাসক নুরুল হুদা মুকুট,জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বিপিএম,জেলা সিভিল সার্জন ডাঃ আহম্মদ হোসেন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ জাকির হোসেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নোমান বখত পলিন,সাধারন সম্পাদক ব্যারিস্টার এম,এনামুল কবির ইমন দলীয় নেতাকর্মী সমর্থকদের নিয়ে এবং সরকারী কর্মকর্তা কর্মচারীরা পৃথক পৃথকভাবে কালো ব্যাজ ধারত: শোক র্যালি সহকারে সুনামগঞ্জের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে সমবেত হয়ে জাতির জনকের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রশাসন,জনপ্রতিনিধিসহ সকল স্তরের প্রতিনিধিদের অংশগ্রহনে কানায় কানায় ভরে উঠে শিল্পকলা প্রাঙ্গন।
জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে যুবলীগ,মোঃ ফজলুল হকের নেতৃত্বে আওয়ামী মৎস্যজীবি লীগ,মোঃ সেলিম আহমদের নেতৃত্বে জাতীয় শ্রমিকলীগ,আব্দুল কাদির শান্তি মিয়ার নেতৃত্বে কৃষকলীগ,দীপংকর দে এর নেতৃত্বে জেলা ছাত্রলীগ,শুয়েব আহমদ চৌধুরী ও জুবের আহমদ অপুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল,শিরনী বিতরন,খাদ্য ও বস্ত্র সামগ্রী প্রদানসহ বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে পালিত হয় দিবসটি।
জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হুসনা হুদার নেতৃত্বে আওয়ামী মহিলা লীগসহ কয়েকটি নারী সংগঠনের উদ্যোগেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এডভোকেট রবিউল লেইস রোকেশ ও এটিএম রুহুল কবীর তুহিনের নেতৃত্বে জেলা আইনজীবি সমিতি,অধ্যক্ষ শেরগুল আহমদ এর নেতৃত্বে সুনামগঞ্জ প্রেসক্লাব,বাবু বিজন সেন রায় ও প্রদীপ পালের নেতৃত্বে সুনামগঞ্জ সাংস্কৃতিক সংস্থা,বাউল শাহজাহান এর নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,আল-হেলালের নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধার সন্তান ও বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদসহ অন্যান্য একাধিক সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। এর আগে দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শহর ও হাট বাজারে ব্যাপক প্রচারাভিযান চালায় উপ-পরিচালক মোঃ আব্দুস ছাত্তারের নেতৃত্বাধীন জেলা তথ্য অফিসের প্রচারাভিযান ইউনিট।
সুনামগঞ্জ জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ড.খায়রুল কবির রুমেন এডভোকেট ও জিপি এডভোকেট আখতারুজ্জামান সেলিম জানান,জেলার দায়রা জজ আদালত ও জুডিসিয়েল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারী ও আইনজীবীদের সক্রিয় অংশগ্রহনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে জাতীয় শোকদিবসের কর্মসুচি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। সুনামগঞ্জ প্রেসক্লাবে রাত ৮টায় সহ-সভাপতি বাবু বিজন সেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ। সার্বিকভাবে জাতীয় কর্মসুচির সাথে সঙ্গতি রেখে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্য্যরে সাথে বিস্তারিত কর্মসুচি পালনের মধ্যে দিয়ে স্বাধীনতার মহান স্থপতি,সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসুচি সুসম্পন্ন হয় সুনামগঞ্জে।