বায়েজিদ,অপি,শান্তিগঞ্জ, সুনামগঞ্জঃ (৭আগস্ট) রবিবার সকাল ১১ ঘটিকায় শান্তিগঞ্জ থানার হলরুমে ওপেন হাউজ ডে-২০২২ মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতন বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরী এর সভাপতিত্বে ও শান্তিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই তপন কান্তি দাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা সার্কেল অফিসার সুভাশিষ ধর, পরিকল্পনা মন্ত্রী’র এপিএস ও আ’লীগ নেতা হাসনাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়া, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান খোকন জায়গিরদার,
এসময় অন্যান্য দের মাঝে উপস্থিত ছিলেন
শান্তিগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি জ্যোতিভূষন তালুকদার জন্টু,পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুরুঞ্জিত তালুকদার টপ্পা, ইসলামিক ফাউণ্ডেশনের সভাপতি মিজানুর রহমান মিজান, দরগাপাশা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আফরোজ মিয়া, দরগাপাশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল চৌধুরী ,শিমুলবাক ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জুয়েল আহমেদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জুয়েল দাশ,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ আহমেদ সবুজ,সাংঘটনিক সম্পাদক নিতাই দাশ সহ প্রমুখ।
এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগনণ, শান্তিগঞ্জ থানার পুলিশ,ইউপি সদস্যবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ববৃন্দ ও সদস্যবৃন্দ, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে।