• সুনামগঞ্জ

    মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

      প্রতিনিধি ১ জানুয়ারি ২০২০ , ৫:৫৩:৫০ অনলাইন সংস্করণ

    এম এ মোতালিব ভুঁইয়া : সারাদেশের ন্যায় বছরের প্রথম দিনে দোয়ারাবাজারের মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব পালন করা হয়েছে।

    বুধবার (১ জানুয়ারি) সকালে মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ে বছরের প্রথমে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

    বই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সলিলেন্দু কুমার তালুকদার।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্ল্যাহ, একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, সেচ্ছাসেবকলীগ নেতা ছালেক মিয়া,দোয়ারাবাজার প্রেস ক্লাব নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

    প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের স্বদিচ্ছার কারনে আজ বছরের প্রথম দিন শিশুরা নতুন বই হাতে পেয়েছে। শিক্ষার মান বাড়াতে সকল স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষীকা ও শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ভাবে কাজ কাজ করতে হবে।

    পরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন প্রধান অতিথি।

    0Shares

    আরও খবর

    Sponsered content