• সুনামগঞ্জ

    পৌনে দুই’বছর পর শান্তিগঞ্জে তাজ মিয়া হত্যা মামলার আসামি গ্রেফতার

      প্রতিনিধি ৩১ জুলাই ২০২২ , ৫:১১:৪৪ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ জলমহালে অবৈধভাবে মাছ ধরাকে কেন্দ্র করে সংগঠিত হত্যাকাণ্ডের দীর্ঘ দেড় বছর পর সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের তাজ মিয়া হত্যা মামলার আসামি কাবিলাখাইর বসিদ উল্লার ছেলে রুহুল আমিনকে আজ ১ টা ২৯ মিনিটে গ্রেফতার করেছে সিলেট জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
    মামলার বাদি নিহতের ছোট ভাই খালেদ আহমদ এ প্রতিনিধিকে জানিয়েছেন-২০২০ সালে ১৪ অক্টোবর তাদের ব্যক্তিমালিকানাধীন জলাশয়ে গ্রেফতারকৃত সহ অপরাপর মামলার আসামীরা বে-আইনী জনতাবদ্ধ হয়ে অবৈধভাবে মাছ ধরতে থাকলে উনার চাচাত ভাই মাছ ধরতে আসামিদেরকে নিষেধ করেন কিন্তু আসামীরা পেশিশক্তি দেখিয়ে অবৈধভাবে মাছ ধরতে থাকলে মোবাইল ফোনে খবর পেয়ে বাদির বড় ভাই তাইজ মিয়া ঘটনাস্থলে যাওয়ার পথে আসামীরা আঘাত করলে মাটিতে লুটিয়ে পরেন তাইজ মিয়া। বিকাল চারটার দিকে স্থায়ীয় কৈতক হাসপাতে নিয়ে গেলে সিলেট রেফার করেন, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান ঘটনাস্থলেই তাইজ মিয়ার মারা গেছেন।

    শান্তিগঞ্জ থানা মামলা না নেওয়াতে  ২১ অক্টোবর ২০২০ সালে সুনামগঞ্জ কোর্টে মামলা করা হয়। কোর্টের নির্দেশে শান্তিগঞ্জ থানা পুলিশ দায়িত্বপ্রাপ্ত হয়ে ফাইনাল রিপোর্ট দিলে মামলার বাদি নারাজি দেন, পরে কোর্ট বাদির নারাজি গ্রহণ করে মামলার তদন্ত দায়িত্ব দেন পিবিআই,কে। দীর্ঘ পৌনে দুইবছর পর আজ ৩১শে জুলাই ২০২২ খ্রী; তারিখে গভীর রাতে পিবিআই’র মামলার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান এর দিকনির্দেশনায় প্রথম আসামী গ্রেফতার করা হলো। মামলার বাদী খালেদ আহমেদ পিবিআই এর সকল কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাকি আসামীদের দ্রুত গ্রেফতারের আর্জি জানান।

    আরও খবর

    Sponsered content

    ঢাকা সিটিতে তাপস ও আতিক বিজয়ী, প্রধানমন্ত্রী’কে ফুলেল শুভেচ্ছা

    ধর্মপাশায় ফসল উৎপাদনে ধস নামার আশঙ্কা ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায় সাবাড় হচ্ছে কৃষি জমির মাটি

    সুনামগঞ্জের উন্নয়নে মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে.পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

    রাজানগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আনোয়ার মিয়া’র সমর্থনে জকিনগরে উঠান বৈঠক অনুষ্টিত

    একান্ত সাক্ষাৎকারে বসির উদ্দিন তালুকদার: বঙ্গবন্ধু ও বাউল কামাল পাশা ভাটি অঞ্চলে এ দুটি নাম খুব জনপ্রিয় ছিল

    মদনপুর-দিরাই কাঠইর ঝুকিপুর্ণ বেইলী ব্রীজের স্থলে দ্রুত নতুন ব্রিজ নির্মানের দাবীতে নিসচার মানববন্ধন