প্রতিনিধি ২৫ জুলাই ২০২২ , ৪:১৫:০০ অনলাইন সংস্করণ
আল-হেলাল,সুনামগঞ্জ প্রতিনিধি: থানা পুলিশে একাধিক অভিযোগ তদন্তাধীন থাকার পরও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পাটানপাড়া বাজারের ভৈরবী ঘাট দখল করে নিয়েছে সন্ত্রাসী আফতাব উদ্দিন ও তার সহযোগী শিপন বাহিনী। ২৫ জুলাই সোমবার পাটানপাড়া নিবাসী মরহুম নিজাম উদ্দিন সরদারের ৪ কেদার জমি দখল করবে বলে ঘোষণা দিয়েছে। ২৪ জুলাই রোববার সকাল সাড়ে ৭টায় সন্ত্রাসী আফতাব উদ্দিন এর বাহিনীর লোকজন পাটানপাড়া বাজারে গিয়ে সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীনকে খোজাখুজি করে হাকডাক শুরু করে। সেখানে তাকে না পেয়ে বাজারের ব্যবসায়ীদেরকে এই মর্মে নির্দেশ দেয় যে, সাংবাদিক শাহীন ও তাদের পরিবারের সাথে পাটানপাড়ার কোন লোক যেন কোন ধরনের কথা না বলে এবং তাদের সাথে কেউ কোন ধরনের সম্পর্ক না রাখে। কেউ যদি আফতাব উদ্দিনের বিধি নিষেধ অমান্য করে তাহলে সে যেই হউকনা কেন তাকে প্রকাশ্য দিবালোকে মারপিট করে হাতপা ভেঙ্গে দেবে বলেও শাসায় আফতাব উদ্দিন। সন্ত্রাসী আফতাব উদ্দিনের নির্দেশে তার বাহিনীর চাঁদাবাজ শিপন,রিপন, সুমন, আলাইউন,জিন্নাহ ও মানিকসহ প্রায় ৫০ জনের সন্ত্রাসী বাহিনী বাদাঘাট বাজার বণিক সমিতি ও পাটানপাড়া নিবাসী নিজাম সর্দারের পরিচালিত ভৈরবী ঘাটের অফিস ঘরে থাকা সোহান মিয়া সর্দার কে তাদের অফিস ঘর থেকে জোরপূর্বক প্রাণে হত্যার ভয় দেখিয়ে বিতাড়িত করে ঘাটের দখল নেয় এবং পাটানপাড়া বাজারে ব্যবসায়ীদের মালামাল পরিবহনের জন্য আগত বিভিন্ন ভ্যান গাড়ী,পিকআপ ও অটো রিক্সার চালকদের কাছ থেকে বিনা রসিদে ইচ্ছেমতো চাঁদা আদায় করে। এর আগে ২৩ জুলাই শনিবার বিকেল সাড়ে ৫ টায় ৫০ জন সহযোগী সন্ত্রাসী নিয়ে প্রায় ২ ঘন্টা যাবৎ পাটানপাড়া বাজারে সন্ত্রাসের মহড়া দেয় সন্ত্রাসী আফতাব উদ্দিন। পাটানপাড়া বাজার ঘাট দখলের ব্যাপারে জানতে চাইলে বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর কবির বলেন,আফতাব উদ্দিনকে আমি নিজে ঘটনাস্থলে গিয়ে বলেছি শাহীন বনাম শিপন এরা সৎ ভাইদের মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলছে এই বিরোধে আফতাব উদ্দিন কেন এবং কার স্বার্থে দখলবাজীতে লিপ্ত হয়েছে ? এবং দখলবাজী থেকে বিরত থাকার জন্য একজন সাবেক চেয়ারম্যান হিসেবে আমি তাকে নিষেধ করেছি তারপরও সে যদি আমার কথা না শুনে তাহলে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহন করবো। তাহিরপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন বলেন,ভৈরবী ঘাটের দায়িত্বরত সোহান সর্দার আমার নাতি। সে তার পিতা মরহুম নিজাম উদ্দিন সর্দারের অবর্তমানে একজন অসহায় এতিম ছেলে হিসেবে নিজেদের ঘাট পরিচালনা করছে। এখানে আফতাব উদ্দিন চাঁদাবাজীর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একটি অবাঞ্চিত গোষ্ঠীর পক্ষাবলম্বন করে নাশকতায় লিপ্ত হয়েছে। আফতাব উদ্দিনকে অবিলম্বে আটক করে তার দখলবাজী ও চাঁদাবাজী বন্ধে পুলিশ প্রশাসনকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি।
সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন বলেন,সন্ত্রাসী আফতাব উদ্দিন ও তার বাহিনীর ভয়ে আমি ৩ দিন যাবৎ ভিটেবাড়ী ছাড়া। সে আমি এবং আমার ভাইকে খুন করার জন্য অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ৫০ জনের সংঘবদ্ধ সন্ত্রাসী নিয়ে ঘোরাফেরা করছে। আগামীকাল ২৫ জুলাই আমাদের বাপদাদার রেকর্ডীয় ৪ কেদার জমি,যে জমির মালিক আমার মরহুম চাচা নিজাম উদ্দিন সর্দার সেই জমিগুলোও দখল করে নেবে বলে হুমকী দিচ্ছে। আমি বারবার থানা পুলিশে অবগত করেও ন্যায়বিচার পাচ্ছিনা। আমরা পুরো পরিবার সন্ত্রাসী আফতাব ও শিপন বাহিনীর আতংকে ভূগছি। তাহিরপুর থানার ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা বলেন, সাংবাদিকের সাথে সাবেক এক চেয়ারম্যানের সম্ভাব্য দাঙ্গাহাঙ্গামা এবং ঘাট দখলের কথা জানতে পেরে আমরা ঘটনাস্থলে পুলিশ ফোর্স প্রেরণ করেছি। পুলিশ সেখানে অবৈধ দখলবাজদেরকে কোন ঘাট দখল করতে দেয়নি। তবে হামলার ঘটনা পুলিশ যাওয়ার আগে ঘটেছে। তিনি বলেন,ঘাট দখলের ব্যাপারে অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। আফতাব উদ্দিনের কয়েকজন সহোদর ও চাচাতো ভাইরা বলেন,আফতাব উদ্দিন ইয়াবা শিপনের পক্ষ নিয়ে দখলবাজী ও সন্ত্রাসে লিপ্ত হয়েছে। আমাদের বংশের কেউ তার মত নির্লজ্জ বেহায়া নয় যে পরের লাঠিয়াল হিসেবে কাজ করবে। সে সন্ত্রাস চাঁদাবাজী বলতে যা করছে এরজন্য সে নিজেই দায়ী হবে। তার দখলবাজী সন্ত্রাস ও চাঁদাবাজীর দায়িত্ব আমরা পরিবারের লোকজন নেবনা। এদিকে আফতাব উদ্দিনের হুমকি ও দখলবাজীতে আতংকিত সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীন ও তার বড় ভাই হুমায়ূন কবিরের পরিবারের লোকজন অবিলম্বে গডফাদার সন্ত্রাসী আফতাব উদ্দিন,ইয়াবা শিপন,জিন্নাহ,আলাইউন ও মানিক কে গ্রেফতারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।