• সংগঠন সংবাদ

    রোটারী ক্লাব অব সিলেট হিল টাউন এর নতুন কমিটির অভিষেক সম্পন্ন

      প্রতিনিধি ২১ জুলাই ২০২২ , ৩:৪৩:১৮ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ রোটারী ক্লাব অব সিলেট হিল টাউন এর ২০২২-২৩ এর নতুন কমিটির প্রথম সাপ্তাহিক বৈঠক ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠা আজ সন্ধ্যা ৮ ঘটিকায় নগরীর ল্যাংথুরাই চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত।
    ক্লাবের নব নির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান শফিকুল আলম চৌধুরী টিটু আরএফএসএম এর সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান জুনাব আলীর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন- ক্লাবের যয়েন্ট সেক্রেটারি কুতুব উদ্দিন, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি ও মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর।
    পিডিজি শহিদ আহমেদ চৌধুরী, পিপি, প্রফেসর এনামুল হক, পিপি আবুল হাসনাত, পিপি মাসুম চৌধুরী, পিপি কামাল উদ্দিন ভুইঁয়া, পিপি মোঃ আলাউদ্দিন, আইপিপি মোঃ দিদার হোসাইন, রোটারি ক্লাব অব সিলেট নর্থ প্রেসিডেন্ট চাঁন মিয়া, সিনিয়র সাংবাদিক এস এম ওয়াহিদুল ইসলাম, রোটারী ক্লাব অব সিলেট হিল টাউন এর নতুন সদস্য তাহিরপুর উপজেলার উত্তর বরধল ইউনিয়নের চেয়ারম্যান হাজী ইউনুছ আলী, শান্তিগঞ্জ উপজেলার শিমুল বাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রো্টরিয়ান মিজানুর রহমান জিতু সহ আরও বিভিন্ন পাশেজীবী এবং উক্ত ক্লাবের সদস্যবৃন্দ।

    যেকোন ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।

    এম আতাউর রহমান পীরঃ
    রোটারী ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক ডিস্টিক্ট গভর্নর পিডিজি ও মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর বলেন সকল রো্টরিয়ানকে শতাব্দীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াতে হবে। আমরা সরজমিন দেখেছি অনেক মানুষের ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে আমাদের সাধ্যানুযায়ী পুনর্বাসন কার্যক্রমে অংশ গ্রহণ করতে হবে।
    পিডিজি শহিদ আহমেদ চৌধুরীঃ
    রোটারী ইন্টারন্যাশনাল এর বাংলাদেশ চ্যাপ্টারের সাবেক ডিস্টিক্ট গভর্নর পিডিজি শহিদ আহমেদ চৌধুরী বলেন- রোটারীর প্রতিষ্ঠা হয়েছে সামর্থ্যবানদের সংঘটিত করে সমাজের কল্যাণে কাজ করার জন্য। বর্তমান প্রেক্ষাপটে কাজের আরও ব্যাপক ক্ষেত্র রয়েছে।
    আর্থ মানবতার কল্যাণে সৃজনশীল প্রকল্প হাতে নিয়ে এগিয়ে যেতে হবে।
    রোটারী ক্লাবের বর্তমান সদস্যদের ধরে রাখতে হবে পাশাপাশি নতুন সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে।
    সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছাঃ রোটারী ক্লাব অব সিলেট হিল টাউন এর নব নির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান শফিকুল আলম চৌধুরী টিটু আরএফএসএম অনুষ্ঠানে উপস্থিত সাবেক দুইজন সম্মানিত গভর্নর- পিডিজি ও মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীর ও পিডিজি শহিদ আহমেদ চৌধুরীকে এবং বিদায়ী প্রেসিডেন্ট সেক্রেটারিকে সম্মাননা ক্রেস্ট প্রাদান করেন এবং ফুলেল সগুভেচ্ছা জানান নতুন কমিটির নেতৃবৃন্দ।
    নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা দায়িত্ব হস্তান্তরঃ অনুষ্ঠানের শুরুতে বিদায়ী নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ রোটারী ক্লাব অব সিলেট হিল টাউন এর ২০২২-২৩ এর নতুন কমিটির প্রেসিডেন্ট ও সেক্রেটারিকে মেডেল পরিয়ে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন এবং দায়িত্ব হস্তান্তর করেন।
    সাবেক ডিস্টিক্ট গভর্নর পিডিজি অধ্যক্ষ এম আতাউর রহমান পীর ক্লাবের নব নির্বাচিত প্রেসিডেন্ট রোটারিয়ান শফিকুল আলম চৌধুরী টিটুকে পিন ব্যাজ পড়িয়ে দেন।
    অনুষ্ঠান শেষে রাতের ডিনার পরিবেশ করে নব নির্বাচিত প্রেসিডেন্ট উপস্থিত অতিথি, রোটারিয়ানদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষণা করেন।

    আরও খবর

    Sponsered content