প্রতিনিধি ১ জানুয়ারি ২০২০ , ২:৫৪:২৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় ও মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয় সহ সবকটি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষার্থীদের হাতে বছরের নতুন দিনে নতুন বই তুলে দেয়া হয়েছে। এবং উৎসব সভা অনুষ্ঠিত হয়েছে।
নতুন বছরের প্রথম দিনে পাঠ্য বই হাতে পাওয়ার আনন্দই আলাদা নতুন বইয়ের সু-ঘ্রান মনকে যেমন উৎফুল্ল করে,ঠিক তেমনি ভাবে বাড়িয়ে দেয় শিক্ষা গ্রহণের আকাঙ্খা। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ নিয়ে প্রতিবছরের মতো বছরের প্রথম দিনে ২০২০ সালেও সারা দেশের ন্যায় এবারও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মূখর পরিবেশে নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করার পাশা-পাশি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নতুন বই বিতরণ উপলক্ষে ১লা জানুয়ারী রোজ বুধবার সকাল ১১টার দিকে স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ছায়াদ আলীর সভাপতিত্বে বই বিতরণী উৎসব সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান,সাংবাদিক শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি মহোদয় শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন।
এদিকে জগন্নাথপুর উপজেলাধীন ১নং কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মোকামপাড়া প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে দুপুর ১২ ঘটিকার দিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুজ্জামান শফি এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের শিক্ষক মোঃ জাফর ইকবাল এর পরিচালনায় উৎস সভা ও বই বিতরণ অনুষ্ঠান অনুষ্টি হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী মোঃ ছমির মিয়া,শিক্ষানুরাগী মোঃ শায়েস্তা মিয়া, শিক্ষানুরাগী মোঃ আসকর আলী, শিক্ষানুরাগী মোঃ আনুর মিয়া,শিক্ষানুরাগী মোঃ আব্দুল হান্নান, শিক্ষানুরাগী মোঃ সুহেল মিয়া, বিদ্যালয়ের শিক্ষিকা মোছাঃ ফাতেমা জাহান, শিক্ষক মোঃ সজীব মিয়া শিক্ষিকা মোছাঃ ফাহমিদা বেগম ও মোছাঃ রহিমা বেগম সহ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, এবার জগন্নাথপুরে সরকারি, বেসরকারি ও কিন্ডারগার্টেন সহ মোট ১৮৫টি স্কুলে ১ লাখ ৮৪ হাজার ৩৫০ সেট বই বিতরণ করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান বলেন, জগন্নাথপুরের ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ে ২৫ হাজার ১৭২, ইবতেদায়িতে ৫৮ হাজার ৮৩০ এবং দাখিল মাদ্রাসায় ১ লাখ ৩ হাজার ৫২০ সেট বই বিতরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম বলেন, জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ন পরিবেশে বই বিতরণ করা হয়েছে।