• ত্রাণ বিতরণ

    পরিকল্পনা মন্ত্রী’র সহধর্মিণী অধ্যাপিকা জুলেখা মান্নান এর পক্ষ থেকে বন্যার্ত শিশুদের মধ্যে ফল বিতরণ

      প্রতিনিধি ৩০ জুন ২০২২ , ১০:১৯:০৫ অনলাইন সংস্করণ

    বায়েজিদ অপি,শান্তিগঞ্জ,সুনামগঞ্জঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে  বন্যার্ত নারী ও শিশু স্বাস্থ্যসেবার লক্ষে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি এর সহধর্মিণী অধ্যাপিকা জুলেখা মান্নান ।

    যেকোন ওয়েবসাইট তৈরী করতে যোগাযোগ করুন।

    বৃহস্পতিবার (৩০জুন) সকালে উপজেলার এতিমখানা,  আশ্রয়কেন্দ্র ও জলাবদ্ধ  গ্রামে প্রয়োজনীয় ওষুধ, ফল ও শিশুখাদ্য   বিতরণ করা হয়।

    (৩০জুন) বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার বন্যার্তদের প্রয়োজনীয় ওষুধ, ফল ও  শিশু খাদ্য ইত্যাদি পৌঁছে দেন পরিকল্পনা মন্ত্রী’র একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন।
    এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক  মনিরুজ্জামান সুজন,আওয়ামীলীগ নেতা আরটিএন নিজাম উদ্দীন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি দিলন আহমেদ, সাংঘটনিক সম্পাদক খোকন আহমেদ, ছাত্রলীগ নেতা সাইদুল ইসলাম মারুফ এবং মতিন আহমেদ সহ প্রমুখ।
    উল্লেখ্য, বন্যার শুরু থেকেই বন্যাকবলিত এলাকায় পরিকল্পনা মন্ত্রী’র নির্দেশে ত্রাণ বিতরণ কার্যক্রমও অব্যাহত রয়েছে।

    আরও খবর

    Sponsered content