• চিত্রবিচিত্র

    ঠাকুরগাঁওয়ে বিরল প্রজা‌তির ৫টি লক্ষীপ্যাঁচা উদ্ধার

      প্রতিনিধি ১ জানুয়ারি ২০২০ , ১২:৩১:৪৬ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।।ঠাকুরগাঁওয়ে এক‌টি হাসপাতা‌লের ছাদ থে‌কে বিরল প্রজা‌তির ৫টি সাদা ল²ীপ্যাঁচা উদ্ধার করা হ‌য়ে‌ছে।
    আজ সকালে সদর উপ‌জেলা র‌হিমানপুর মায়মুনা মাতা শিশু হাসপাতালের ছাদ থেকে পা‌খি গুলো‌কে উদ্ধার ক‌রে হাসপাতাল‌টির মার্কে‌টিং অফিসার শ‌হিদুর রহমান। প‌রে তি‌নি বন‌বিভাগ ঠাকুরগাঁও রেঞ্জের কর্মকর্তা‌দের হা‌তে পা‌খি গু‌লো‌কে তু‌লে দেন।
    ঠাকুরগাঁও বন কর্মকর্তা হরিপদ দেব নাথ জানান উদ্ধারকৃত প্যাঁচা গু‌লোর বয়স ২থে‌কে আড়াই মাস। তবে প্র‌ত্যেক বছরই বাবা পা‌খি ও মা পা‌খিরা এসে বাচ্চা ছানা জন্ম দি‌য়ে কদিন পরেই আবার পা‌ড়ি জমান অজানা উদ্দে‌শ্যে। প‌রে আর দেখা মে‌লেনা তা‌দের।
    ঠাকুরগাঁওয়ের পাখি প্রেমী রেজাউল হাফিজ রাহি জানান, এ প্রজা‌তির পা‌খি গুলো বড় গাছে ও লোকালয়ে বসবাস কর‌তে পছন্দ ক‌রে। গ্রীষ্মকালীন এলাকা ও বনভূমিতে এদেরকে দেখতে পাওয়া যায়।

    আরও খবর

    Sponsered content