প্রতিনিধি ১১ জুন ২০২২ , ৩:৩৮:১২ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ ভারতীয় বিজেপি সরকারের মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতা কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ(সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং দোষীদের ফাসিঁর দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদজুম্মা সুনামগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদসহ কয়েকটি ইসলামিক সংগঠনের আয়োজনে শহরের প্রতিটি মসজিদের জুম্মার নামাজ শেষে হাজারো মুসলিম জনতা বিক্ষোভ মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে জরো হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল রকিব(বিশ^ম্ভরপুরী)’র স ালনায় এ সময় বক্তব্য রাখেন,মাওলানা আব্দুল বছির,মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতি আব্দুল হক, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা দিলোয়ার হোসেন,মাওলানা রফিক আহমদ,মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী,মাওলানা তাহির আহমদ,মাওলানা ত্ববহা হোসাইন,মাওলানা রমজান আলী, মাওলানা নুরুজ্জামান,যুব জমিয়তের মাওলানা রুকন উদ্দিন,হয়রত মাওলানা কামরুজ্জামান ও ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য মো. রায়হান উদ্দিন প্রমুখ।
নেতৃবৃন্দরা বলেছেন, বিশ্বনবী হযরত মোহাম্মদ(সাঃ)কে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে ভারতীয় রাষ্টদূতকে ডেকে এনে প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তার পাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান । তারা ভারতীয় সকল প্রকার পন্য বর্জনে দেশবাসীর প্রতি আহবান জানান এবং কটুক্তিকারী নুপুর শর্মাসহ সকল অপরাধিকে দ্রæত গ্রেফতার করে ফাসিঁর দাবী জানান অন্যতায় তৌহিদি জনতা আগামীতে রাজপথে থেকে আন্দোলন আরো জোরদার করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।