প্রতিনিধি ১০ নভেম্বর ২০১৯ , ৪:৩১:৩০ অনলাইন সংস্করণ
জেলা সাধারণ সম্পাদক ইমনের হাত থেকে তালিকা গ্রহণ করছে আল আমিন চৌধুরী।
নিজস্ব প্রতিবেদকঃ–
সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ জেলা সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন এর যৌথ স্বাক্ষরিত কমিটিতে চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ(আল আমিন চৌধুরী) কে শাল্লা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক করা হয়েছে।
জেলা সাধারণ সম্পাদক ব্যারিস্টার ইমনের হাত থেকে সুনামগঞ্জে আজ সকালে তালিকা গ্রহণ করেন আল আমিন চৌধুরী।
আগামী ২৫ নভেম্বর শাল্লা উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হওয়ার তারিখ রয়েছে।
শাল্লা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির তালিকা নিম্নরূপঃ–
শাল্লা উপজেলায় বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী) আহবায়ক ও প্রথম সদস্য করা হয়েছে প্রবীণ রাজনীতিবিদ অলিউল হক কে, অন্যান্য সদস্যরা হলেন, মো. গিয়াস উদ্দিন, মো. ছাত্তার মিয়া, সুবল চন্দ্র দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. দিপু রঞ্জন দাস, আবুল কাসেম আজাদ, বিশ্বজিৎ চৌধুরী নান্টু, ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুল, মো. সুলেমান, শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ফুল মিয়া, খোরশেদ মিয়া, কাজল বরণ চৌধুরী, কোবাদ চৌধুরী, কালাই মিয়া, আবুল হাছন চৌধুরী, বিধান চৌধুরী, রাকিব মিয়া, পিযুষ চৌধুরী, নাজমা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী, মো. হেলিম চৌধুরী. রান্টু লাল দাস নান্টু, ফজলুর রহমান এমদাদুল হক, মনমোহন দাস, গনি মিয়া, আতাহার মিয়া, নরেশ অধিকারী, করুণা দাস, শ্যামা প্রসাদ, লুৎফুর রহমান, সজল চৌধুরী, নান্টু চৌধুরী, আমীর হামজা, আবুল মিয়া, মুজিবুর রহমান, আব্দুস সালাম, রঞ্জন বৈষ্ণব,বিধু ভুষন রায়, কালী দাস রায়, নাজমুল আলম বাবলু, রুবায়েত হোসেন চৌধুরী, মালেক মিয়া, পিযুষ কান্তি দাস, ফজলু মিয়া।