• সারাদেশ

    তজুমদ্দিনে জেলা তথ্য অফিসের শিশু মেলার আয়োজন

      প্রতিনিধি ৩০ মে ২০২২ , ৭:৪৩:৪৭ অনলাইন সংস্করণ

    তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি।। ভোলার তজুমদ্দিনে জেলা তথ্য অফিস শিশু মেলার আয়োজন করেছে। রবিবার সকালে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের সহযোগিতায় র্য্যালি, আলোচনা সভা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
    শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (পঞ্চম পর্যায়) প্রথম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী আয়োজিত শিশু মেলার উদ্বোধনী অনুষ্ঠানে র্য্যালি ও আলোচনা অংশগ্রহণ করেন ভোলা জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন, উপজেলা নির্বাহি অফিসার মরিয়ম বেগম, চাঁচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিম মিয়া, বন কর্মকর্তা পলাশ চক্রবর্তী, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান, অধ্যক্ষ মাওলানা কামাল মাহমুদ, প্রেসক্লাব সভাপতি  রফিক সাদী প্রমূখ।
    জেলা তথ্য অফিসার নুরুল আমিন জানান, মেলায় অংশগ্রহণকারী স্টল ও বিভিন্ন ইভেন্টে  প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামীকাল সোমবার পুরস্কার বিতরণ করা হবে।

    আরও খবর

    Sponsered content