• ক‌্যাম্পাস

    শান্তিগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রভাষক মোঃ মোস্তাহার মিয়া মোস্তাক

      প্রতিনিধি ২৮ মে ২০২২ , ২:২৩:০৪ অনলাইন সংস্করণ

    জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রভাষক মোঃ মোস্তাহার মিয়া মোস্তাক , শ্রেষ্ঠ গার্লস গাইড পারভীন বেগম, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ। শান্তিগঞ্জ উপজেলায় মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অসুখ রঞ্জন দাস প্রকাশিত এই তথ্য নিশ্চিত করেছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিভিন্ন ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ নীতিমালার আলোকে উপজেলা নির্বাহি অফিসার কে আহবায়ক করে গঠিত কমিটি যাচাই-বাছাইয়ের পরে মূল্যায়ন করেন বলে জানা যায়। এ বিষয়ে প্রধান শিক্ষক বলেন প্রতি বছরের ন্যায় এ বছরেও আমরা সাফল্য ধরে রেখেছি। আমাদের প্রতিষ্ঠান উপজেলায় শ্রেষ্ঠ প্রভাষক হয়েছেন মোঃ মোস্তাহার মিয়া মোস্তাক, শ্রেষ্ঠ গার্লস গাইড হয়েছেন পারভীন আক্তার এবং শান্তিগঞ্জ উপজেলায় আমাদের প্রতিষ্ঠান সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজ শ্রেষ্ঠ হয়েছে। আমার বিশ্বাস এভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবো। এই বারের সু-সংবাদ পেয়ে অত্র এলাকার শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবক ও কমিটির সদস্যবৃন্দ আনন্দ উদযাপন করছে।

    আরও খবর

    Sponsered content