প্রতিনিধি ২১ মে ২০২২ , ৯:৩৯:৫০ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের সোনাপুর বেদে পল্লীতে শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে ।
শনিবার সকালে সদর উপজেলা পরিষদ এর উদ্যোগে গৌরারং ইউনিয়নের সোনাপুর বেঁধেপল্লী, মোহনপুর ইউনিয়নের, নলুয়া ,ভৈষেরপাড় ও কুরবান নগর ইউনিয়নের ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে, চাল,চিড়ামুড়ি, গুড়,মোমবাতি, পানি বিশুদ্ধকরণ ঔষধ ও দিয়াশলাই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, সাবেক জেলা পরিষদ সদস্য হোসেন আলী, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সহ সভাপতি অরিন্দম অমিয় মৈত্র প্রমুখ।
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ কেউ না খেয়ে থাকবে না পর্যায়ক্রমে সবাইকে ত্রাণের আওতায় আনা হবে। সদর উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। উপজেলা পরিষদ এর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ ত্রাণ রয়েছে। এই দুর্যোগে সবাই এগিয়ে আসলে সহজেই মোকাবিলা করা সম্ভব হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ কে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন কেউ না। খেয়ে থাকবে না। আপনারা সবাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এবং উনি যেন সুস্থ থাকেন আল্লাহর কাছে দোয়া করবন।