প্রতিনিধি ২১ মে ২০২২ , ৯:২৩:৪৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে বন্যার্ত ১১শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড়, হালুয়ারঘাট, রহমতপুর, পৌরসভার সাহেববাড়ি ঘাট এলাকায় ১১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, আওয়ামীলীগ নেতা এরন মিয়া, জেলা ছাত্রলীগের সহ সভাপতি অরিন্দম মৈত্র অমিয়, শামসুল আবেদিন রাজন প্রমুখ।
করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল,চিড়া,মুড়ি,ঔষধ, মোমবাতি, দিয়াশলাই সহ শুকনো খাবার। এসময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেন, প্রকৃতির সাথে লড়াই করে হাওরের জেলাসুনামগঞ্জেরমানুষ জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। আগাম বন্যায় অনেকের বোরো ফসল নষ্ট হয়েছে,তাছাড়া পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের যে কোন র্দূযোগে পাশে থেকে ত্রান সহায়তাকরে আসছেন। কাজেই সাধারন জনগনকে ধৈর্য্যর সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা আহজান জানিয়ে তিনি বলেন বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সহযোগিতা করা হবে বলে ও তিনি জানান।