• সুনামগঞ্জ

    জগন্নাথপুরে বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত ,সড়ক যোগাযোগ বিছিন্ন

      প্রতিনিধি ১৯ মে ২০২২ , ৭:২২:১২ অনলাইন সংস্করণ

    হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের বিভিন্ন নদীর পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। গ্রামাঞ্চলের সড়ক যোগাযোগ বিছিন্ন হওয়ার পাশা-পাশি বাড়ীর আঙ্গিনায় পানি উঠে পড়েছে। যার ফলে জগন্নাথপুর উপজেলার হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। আজ ১৯ শে মে বিকালে সরেজমিনে ঘুরে দেখা যায় , গত কয়েক দিন থেকে টানা বৃষ্টিপাত ও উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ডাউকা, রত্না, কুশিয়ারা ও ঢালিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে নদীর পাড় উপচে হাওরে প্রবেশ করে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এবং উপজেলার জগন্নাথপুর -পাগলা সড়কের পার্শ্ববর্তী কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কলকলি, খাসিলা গ্রাম এর বেশ কিছু বাড়ীর আঙ্গিনা সহ চিলাউড়া -হলদিপুর ইউনিয়ন এর নিম্নাঞ্চলে অবস্থিত বিভিন্ন বাড়ী- ঘরের আঙ্গিনায় ইতিমধ্যে পানি উঠেছে। এমনকি রাস্তা- ঘাট পানির নীচে তলিয়ে গেছে। যার ফলে হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। ক্রমান্বয়ে পানি বৃদ্ধি পাচ্ছে। বিধায় বানের পানি কবলিত গ্রামবাসীর দুর্ভোগ লাগবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি জোর দাবী জানিয়েছেন সচেতন মহল। এদিকে জগন্নাথপুর -পাগলা সড়ক এর যোগল নগর পয়েন্ট হতে কালিপুর- জগন্নাথপুর ভায়া হায়দরপুর সড়কের যোগলনগর পয়েন্ট এলাকা হতে প্রায় আধা কিলোমিটার সড়ক পানির নীচে তলিয়ে গেছে।যার ফলে বিগত তিন দিন ধরে এ সড়ক দিয়ে সরাসরি যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে এই সড়ক দিয়ে জেলা শহর সুনামগঞ্জ সহ বিভাগীয় শহর সিলেটে যাতায়াতকারী জনসাধারণ এবং স্কুল – কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। পড়নের কাপাড় বিজিয়ে আবার অনেকে নৌকা যোগে পারাপার হচ্ছেন।

    আরও খবর

    Sponsered content