• রাজনীতি

    শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রাণ ফিরে পায় জাতি, গড়ে ওঠে নন্দিত বাংলাদেশের ভিত্তি: এমপি শাওন

      প্রতিনিধি ১৮ মে ২০২২ , ৫:০৮:০২ অনলাইন সংস্করণ

    এম নয়ন তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি :- শেখ হাসিনার প্রত্যাবর্তন: প্রাণ ফিরে পায় জাতি, গড়ে ওঠে নন্দিত বাংলাদেশের ভিত্তি: এমপি শাওন. তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা ৩ এর এমপি নুরুন্নবী চৌধুরী  শাওন বলেন ,১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারে হত্যাকান্ডের পর প্রায় ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭ মে বিদেশ থেকে এই দিনে দেশের মাটিতে পা রাখেন জননেত্রী শেখ হাসিনা। দেশে ফেরার পর থেকে শেখ হাসিনা টানা ৪১ বছর যাবত বিচক্ষণতার সাথে আওয়ামী লীগ এর নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে বিশ্বে আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন।শেখ হাসিনার প্রত্যাবর্তন:প্রাণ ফিরে পায় জাতি, গড়ে ওঠে নন্দিত বাংলাদেশের ভিত্তি।
    আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি আলহাজ্ব ফকরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুল হক দেওয়ান সহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ,মৎসজীবি লীগ এর ভিবিন্ন পর্যায়ের নেতৃবিন্দ।

    আরও খবর

    Sponsered content