প্রতিনিধি ১৮ মে ২০২২ , ৫:০৪:৩০ অনলাইন সংস্করণ
হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন ১ নং কলকলিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগ এর আয়োজনে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও মেম্বারদের সংবর্ধনা প্রদান উপলক্ষে ১৭ ই মে রোজ মঙ্গলবার দুপুরে পরিষদ প্রাঙ্গণে জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে ও কলকলিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রুপক রাজ বৈদ্য এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান ও সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি , কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া। অনষ্টান এর শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন মোঃ ফুজায়েল আহমদ ও গীতাপাঠ করেন বাবু জিতেন্দ্র দেবনাথ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন কলকলিয়া কমিউনিটি ক্লিনিক এর সি. এইচ. সি. পি বাবু প্রণব দেবনাথ। উক্ত অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, মা-মণি প্রজেক্ট এর জগন্নাথপুর উপজেলা কো অডিনেটর এনামূল হক, সংবর্ধিত অতিথি কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ আব্দুল কাইয়ূম, সংবর্ধিত অতিথি অত্র ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ মসিক আহমদ, পাড়ারগাঁও কমিউনিটি ক্লিনিক এর সি. এইচ. সি. পি মোঃ আবু তাহের মোমেন, এফ.ডাব্লিউ.এ এর মুক্তি রানী দাস ও হেলেনা বেগম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সংবর্তি অতিথি অত্র ইউনিয়ন পরিষদ এর সদস্য মোঃ আজিজুল হক, সদস্য মোঃ কামরুজ্জামান, সদস্য মোঃ ছালিক মিয়া, সদস্য মোঃ সাদিক আহমদ, সদস্য মোঃ মাহবুবুল হক মোহন, জসীম উদ্দিন মিন্টু, মহিলা সদস্য মোছাঃ হুসনারা বেগম রিছনারা, মহিলা সদস্য স্বপ্না রানী দাস, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সচিব শচী কান্ত তালুকদার, এফ. ডাব্লিউ. এ এর খোকন রানী চন্দ, সাথী রানী দাস, স্বেচ্ছাসেবী সীমা রানী দাস ও সুহেলা বেগম সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। পরিশেষে সংবর্ধিত অতিথি বৃন্দের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠান এর অতিথি বৃন্দ।