হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর পৌর শহরে থানা প্রশাসনের আয়োজনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক, জুয়া, যৌতুক, বাল্য বিবাহ, নারী নির্যাতন ও জঙ্গি বিরোধী আইন শৃঙ্খলা সংক্রান্ত পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা প্রশাসনের আয়োজনে ১৬ ই মে রোজ সোমবার বিকালে জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টস্থ আলী কমিউনিটি সেন্টারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও পৌর সভার বিট পুলিশিং কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার এর পরিচালনায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবু হুরায়রা ছাদ মাষ্টার, ব্যবসায়ী হাজী সাজিদুর রহমান, জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর মোঃ শফিকুল হক ইসলাম, কাউন্সিলর কামাল হোসেন, কাউন্সিলর আলাল হোসেন, সাবেক কাউন্সিলর দিলোয়ার হোসেন ও তাজিবুর রহমান প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী, কাজ দিয়ে আপনাদের মনের মাঝে ঠাই করে নিতে চাই। সমস্যা আছে সমস্যা থাকথেই পারে। এই সমস্যা গুলো যাতে সমাধান করা যায়, সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এককভাবে পুলিশের পক্ষে সমস্যা সমাধান করা সম্ভব নয়! যদি তথ্য দিয়ে আপনারা আন্তরিক না হন! যদি আমাদেরকে সহযোগিতা না করেন। তিনি আরও বলেন, আপনাদের যেকোনো সমস্যা কোনো মাধ্যম ছাড়া আমাদেরকে সরাসরি জানাবেন। অনিয়ম-দুর্নীতি বাজদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন।